বিশ্বজমিন

শহিদুল আলমকে অরুন্ধতী রায়ের খোলাচিঠি

মানবজমিন ডেস্ক

১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১২:০১ অপরাহ্ন

কারাবন্দি ফটো সাংবাদিক ড. শহিদুল আলমের কাছে একটি খোলা চিঠি লিখেছেন ভারতের বিখ্যাত লেখিকা অরুন্ধতী রায়। ১৫ই নভেম্বর প্রকাশিত ওই চিঠিতে তিনি শহিদুল আলমের বিভিন্ন সুখ্যাতি, তাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে বলে মন্তব্য করেন। অরুন্ধতী রায় লিখেছেন, আমি বিশ্বাস করি জোয়ার আসবে। আসবে। আসবেই। তা বোকা, অদূরদর্শী নিষ্ঠুরতাকে পথ দেখাবে অধিকতর সদয় ও অধিক দৃষ্টিসম্পন্ন পথ। অরুন্ধতী এই চিঠিতে আশা প্রকাশ করেছেন খুব শিগগিরই তিনি ঢাকায় সাক্ষাত করতে পারবেন শহিদুল আলমের সঙ্গে। ইংরেজিতে এ বাক্যটি এ রকম ‘আই হোপ টু সি ইউ ইন ঢাকা ভেরি সুন’। ফার্স্টপোস্ট সহ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে এই চিঠি। অরুন্ধতী লিখেছেন, প্রিয় শহিদুল, আপনাকে তুলে নিয়ে যাওয়ার পর একশত দিনের বেশি পেরিয়ে গেছে। আপনার বা আমাদের দেশে সময়টা ভাল না। তাই প্রথম যখন শুনতে পেয়েছি, অজ্ঞাত ব্যক্তিরা আপনাকে আপনার বাসা থেকে তুলে নিয়ে গেছে, তখন অবশ্যই ভয়ঙ্কর কিছুর আশঙ্কা হয়েছিল আমাদের। আপনাকে কি ‘এনকাউন্টারে’ ( ভারতে এ শব্দটি নিরাপত্তা রক্ষাকারীদের হাতে বিচারবহির্ভূত হত্যাকে বুঝানো হয়) নেয়া হবে অথবা ‘নন-স্টেট এক্টররা’ হত্যা করবে? আপনার দেহ কি পাওয়া যাবে কোন সরু গলিতে, অথবা ঢাকার বাইরে কোনো অগভীর পুকুরে ভাসমান অবস্থায়? যখন আপনাকে গ্রেপ্তারের কথা ঘোষণা করা হয়েছে এবং আপনাকে জীবিত অবস্থায় পুলিশ স্টেশনে দেখা গেছে, তখন আমাদের প্রথম অনুভূতি ছিল বাধভাঙা আনন্দের।
আমি কি আসলেই আপনাকে লিখছি? সম্ভবত না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status