বাংলারজমিন

সিসিটিভির আওতায় রংপুর মহানগর

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে

১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৫৪ পূর্বাহ্ন

 চুরি, ডাকাতি, ছিনতাই, অপরাধ প্রবণতা নজরদারিতে নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণসহ যানজট নিরসনের লক্ষ্যে নগরীকে সিসিটিভি কার্যক্রমের আওতায় এনেছে রংপুর মহানগর পুলিশ। গতকাল বুধবার দুপুরে মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে ফিতা কেটে কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার আবু সুফিয়ান, উপপুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মহিদুল ইসলাম, উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মোত্তাকিন মিনান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওছার, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) আলতাব হোসেনসহ রংপুর মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বলেন, রংপুর সিটি করপোরেশন এলাকায় যেসব সিসিটিভি ক্যামেরা রয়েছে সেখানে কোনো অপরাধ হলে সেগুলো ক্যামেরায় ধরা পড়বে এবং সে অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবো। এতে করে চুরি, ডাকাতি, ছিনতাই, মেয়েদের উত্ত্যক্তকরণ, সড়ক দুর্ঘটনা কিভাবে সংগঠিত হচ্ছে তা জানা যাবে। সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে আমাদের প্রযুক্তিনির্ভর তদন্ত শুরু হলো। এটা একটা বড় সুবিধা আমাদের জন্য। এখানে বসে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পর্যবেক্ষণ করে ব্যবস্থা গ্রহণ করা যাবে। নগরীর বড় সমস্যা যানজটন নিরসনের একটি বড় ভূমিকা রাখবে। যানজটপূর্ণ এলাকায় দ্রুত জনবল পাঠিয়ে নিরসন করা সম্ভব হবে। এভাবে যানজট সমস্যা সহনীয় পর্যায়ে আনা যাবে। এ ছাড়া মহানগর পুলিশ নিজ উদ্যোগে এ কার্যক্রম চালু করতে প্রায় কোটি টাকার উপরে খরচ হতো। সিটি করপোরেশনের সহযোগিতায় মহানগর পুলিশ গঠনের মাত্র ২ মাসের মাথায় এটি করা সম্ভব হলো।
রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, সিটি করপোরেশন নগরীতে সিসিটিভি স্থাপন করলেও কোনো অপরাধ ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে না। পুলিশ বিভাগ ওই রেকর্ড সিটি করপোরেশন থেকে নিয়ে গিয়ে তারপরে পদক্ষেপ গ্রহণ করে। এতে করে দীর্ঘ সময় লাগে। এ সমস্যা সমাধানে সিটি করপোরেশনের মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে আমরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নগরীকে পর্যবেক্ষণ করার সুযোগ সৃষ্টি করেছি। নগরীর ১৫টি ওয়ার্ডে ৩২টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নগরীকে পর্যবেক্ষণ করবে মহানগর পুলিশ। এ ছাড়াও আগামী ২ মাসের মধ্যে নগরীর জনবহুল ও অপরাধপ্রবণ এলাকায় ১শটি সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা সিটি করপোরেশনের পক্ষ থেকে নেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status