খেলা

মেসির যেসব রেকর্ড হয়তো ভাঙতে পারবেন না রোনালদো

স্পোর্টস ডেস্ক

১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৩৯ পূর্বাহ্ন

গত এক দশক ধরে ফুটবল বিশ্ব শাসন করছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। দু’জনে পাল্লা দিয়ে গড়ছেন একের পর এক রেকর্ড। উভয়ই পেয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের তকমা। তবে তাদের মধ্যে কে সেরা? এ নিয়ে রয়েছে বিস্তর বিতর্ক। কারো মতে মেসি, তো কেউ এগিয়ে রাখেন রোনালদোকে। তবে পাঁচটি রেকর্ডে রোনালদোর চেয়ে এগিয়ে মেসি। আর এই রেকর্ডগুলো হয়তো কখনোই ভাঙা হবে না সিআর সেভেনের।
১. টানা ১০ মৌসুমে ফ্রি-কিক থেকে গোল: ২০০৮ সালের ৪ অক্টোবর অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ফ্রি-কিকে গোলের খাতা খোলেন মেসি। এরপর টানা ১০ মৌসুমেই তা করেছেন। এমন নজির নেই রোনালদোর। তার বয়স হয়ে গেছে ৩৩। তাই ধরেই নেয়া হচ্ছে তিনি আর এ রেকর্ড স্পর্শ করতে পারবেন না।
২. এল ক্লাসিকোতে সর্বাধিক গোল ও অ্যাসিস্ট: রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই এল ক্লাসিকো নামে পরিচিত। ৩০টি এল ক্লাসিতো ১৮ গোল ও ১টি অ্যাসিস্ট করেছেন রোনালদো। সেখানে ২৬ গোল ও ১৪টি অ্যাসিস্ট রয়েছে মেসির। মাস তিনেক আগে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেয়ায় মেসিকে স্পর্শ করা আপাতত সম্ভব নয় পর্তুগিজ যুবরাজের।
৩. লা লিগায় সব দলের বিপক্ষে এবং টানা ২১ ম্যাচে গোল: স্প্যানিশ লা লিগায় সব দলের বিপক্ষে গোল কৃতিত্ব রয়েছে মেসির। এ রেকর্ড আছে রোনালদোরও। তবে মেসির মতো টানা ২১ ম্যাচে গোল করার কীর্তি নেই সিআর সেভেনের।
৪. এক মৌসুমে ৭৩ এবং এক পঞ্জিকাবর্ষে ৯১ গোল: ২০১১-১২ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৩ গোল করেছেন মেসি। আর ২০১২ সালে সব মিলিয়ে করেন মোট ৯১ গোল। এ রকম কোনো কীর্তি স্প্যানিশ ফুটবল ইতিহাসেই আর কারো নেই।
৫. টানা চারবার ব্যালন ডি’অর জয়: ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা চারবার ব্যালন ডি’অর জেতেন মেসি। সেখানে টানা দু’বার ফুটবলের সর্বোচ্চ মর্যাদার পুরস্কারটি জেতার কীর্তি আছে রোনালদোর। গত দুই বছর জিতে অবশ্য এ রেকর্ড ছোঁয়ার সম্ভাবনা আছে জুভ তারকার। তবে তা সহজ হবে বলে মনে হচ্ছে না। কারণ, চলতিসহ আগামী বছরও সেটি জিততে হবে তাকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status