খেলা

রেকর্ড থেকে ৩ উইকেট দূরে তাইজুল

স্পোর্টস ডেস্ক

১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৩৮ পূর্বাহ্ন

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সমতায় ফিরতে শেষ দিনে বাংলাদেশের চাই ৮ উইকেট। আর একাধিক রেকর্ডের হাতছানি তাইজুল ইসলামের। ৩ উইকেট পেলেই দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের কীর্তিতে নাম লেখাবেন এই বাঁহাতি স্পিনার। ছাড়িয়ে যাবেন মেহেদি হাসান মিরাজের রেকর্র্ড। ২০১৬ সালে নিজের অভিষেক সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ১৯ উইকেটের নৈপুণ্য দেখান মিরাজ। আজ চার উইকেট পেলে আরো বড় উচ্চতায় পা রাখবেন তাইজুল। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টানা চার ইনিংসে পাঁচ উইকেটের ক্লাবে প্রবেশ করবেন তিনি। নাম লেখাবেন জিম লেকার, ডেনিস লিলি, শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরন, সাকলাইন মুস্তাক, ইমরান খান, ম্যালকম মার্শাল, ওয়াকার ইউনুসদের মতো কিংবদন্তিদের পাশে। আর বল হাতে দুর্দান্ত ফর্মে থাকা তাইজুল ৬ উইকেট নিতে পারলে দুই টেস্টের সিরিজে বিশ্ব রেকর্ডই ছুঁয়ে ফেলবেন। ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২৩ উইকেট নিয়ে নতুন রেকর্ডের জন্ম দেন শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। ছাড়িয়ে যান স্বদেশী কিংবদন্তি মুরালিধরনের ২২ উইকেটের রেকর্ড (২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে)। গতকাল বাংলাদেশের দেয়া ৪৪৩ রানের লক্ষ্যে ৭৬/২ সংগ্রহ নিয়ে চতুর্থ দিন শেষ করে জিম্বাবুয়ে। ব্রায়ান চাতারাকে (৪৩) এলবিডব্লিউ করে সিরিজে নিজের উইকেট সংখ্যা ১৭-তে নিয়ে যান তাইজুল। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টানা তিন ইনিংসে পাঁচ উইকেট নিয়ে এনামুল হক জুনিয়র ও সাকিব আল হাসানকে স্পর্শ করেন তিনি। টেস্ট ইতিহাসে টানা তিন ইনিংসে পাঁচ উইকেট নেয়ার ৫১তম ঘটনা এটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status