বাংলারজমিন

চান্দিনায় এমপি’র বিপক্ষে আওয়ামী লীগের সাত প্রার্থী

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:২৭ পূর্বাহ্ন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে মনোনয়ন যুদ্ধে নেমেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাত প্রার্থী।
স্বাধীনতার পর থেকে ২৫৫নং সংসদীয় আসন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামী লীগের একক আধিপত্য বিস্তার করে আসছেন বর্তমান সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ। ১০টি সংসদ নির্বাচনে এ আসন থেকে চারবার নির্বাচিত হন তিনি। একাদশ সংসদ নির্বাচনে অধ্যাপক আলী আশরাফ এমপির একক আধিপত্য খর্ব করতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগের আরো সাত প্রার্থী। দীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালনসহ সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সংসদীয় কমিটির সভাপতি এবং ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রবীণ ওই সংসদ সদস্য। কিন্তু চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নানা বিতর্কের সৃষ্টি হয় ক্লিনম্যান খ্যাত প্রবীণ ওই সংসদ সদস্যকে ঘিরে। ক্রমশই বাড়তে থাকে নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ। ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে পৌর নির্বাচনে নানা বিতর্ক সৃষ্টি হওয়ায় তৃণমূল আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী বিকল্প নেতার সন্ধান খুঁজে বেছে নেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহসভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে। তার হাত ধরে সংগঠিত হতে শুরু করে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দেশের খ্যাতনামা ওই চিকিৎসককে রাজনৈতিক মাঠে সরব করে অধ্যাপক আলী আশরাফ এমপি’র বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করেন নেতা-কর্মীরা। স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত-ই এখন এ আসনে অধ্যাপক আলী আশরাফ এমপি’র মূল প্রতিদ্বন্দ্বী।
তবে গত ৯ই নভেম্বর থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হওয়ায় এ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আট জন মনোনয়ন প্রত্যাশী। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহসভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, ২০০১ ও ২০০৮ সালের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাদা মিঞা খোকা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ উপ-দপ্তর সম্পাদক নাজনীন আক্তার, চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক, কুমিল্লা ল-কলেজের অধ্যক্ষ ও হাই কোর্টের আইনজীবী মঞ্জুর কাদের, সাবেক পুলিশ সুপার মো. খলিলুর রহমান ভুঁইয়া, কেন্দ্রীয় যুবলীগ সদস্য মজিবর রহমান, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্‌ সেলিম প্রধান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status