বাংলারজমিন

পটুয়াখালী-১

বিএনপিতে আলতাফ হোসেন চৌধুরী আওয়ামী লীগ-জাপায় মনোনয়ন যুদ্ধ

জালাল উদ্দিন আহমেদ,পটুয়াখালী থেকে

১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:২৫ পূর্বাহ্ন

পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে  বিএনপির  মনোনয়ন পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান, পটুয়াখালী জেলা বিএনপির  সভাপতি, এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ আলতাফ হোসেন চৌধুরী এটা নিশ্চিত হয়েছে। এখানে বিএনপি তথা ২০দলীয় জোট বা জাতীয় ঐক্যফ্রন্টের উল্লেখযোগ্য কোনো  প্রার্থী না থাকায় আলতাফ হোসেন চৌধুরীর   মনোনয়ন নিশ্চিত হয়েছে মর্মে বিএনপির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে। অপর দিকে আওয়ামী লীগের রয়েছে ভিতরে বাইরে মনোনয়ন যুদ্ধ। এ আসনে আওয়ামী লীগের ১৪ জন মনোনয়ন ফরম ক্রয় করেছেন। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম হচ্ছেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এড. মো. শাহজাহান মিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান (সাবেক এমপি মরহুম হাবিব মিয়ার সহোদর) মো. খলিলুর রহমান মোহন মিয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড. মো. আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাবেক সদর উপজেলা চেয়ারম্যান এড. মো. সুলতান আহমেদ মৃধা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌরসভার মেয়র ডা. শফিকুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক দুমকি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. হারুন-অর রশীদ হাওলাদার, সাবেক এমপি মরহুম হাবিবুর রহমান মিয়ার কন্যা নাজনীন নাহার লাইজু, কেন্দ্রীয় যুবলীগের নেতা স্থপতি নিখিল চন্দ্র গুহ, সাবেক ছাত্রলীগ নেতা মো. আলী আশ্রাফ ও সাবেক ছাত্রলীগ নেতা মো. রাজিব পারভেজ। এরা সবাই দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে মনোনয়ন পেতে জোর লবিং চালাচ্ছেন। এ ছাড়া বর্তমান সংসদ সদস্য (মহাজোট থেকে নির্বাচিত) জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদর এ আসনে দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছেন। তিনি পুনরায় মহাজোট থেকে মনোনয়ন পেতে লড়াই করছেন। কাজেই এ আসনে আওয়ামী লীগ না জাপা মনোনয়ন পাবেন তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। আবার আওয়ামী লীগের পেলেও কে পাবে তাও নিশ্চিত বলা যাচ্ছে না।
 ২০১৪ সালে সাবেক প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি তৎকালীন সংসদ সদস্য এডভোকেট শাহজাহান মিয়াকে মনোনয়ন দিয়ে  শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তন করে এবিএম রুহুল আমিন হাওলাদরকে মনোনয়ন দেয়া হয়েছিল। আওয়ামী লীগ এ আসনটি ফিরে পেতে অব্যাহত চেষ্টা চালাচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status