বিশ্বজমিন

ব্রেক্সিট চুক্তির খসড়া চূড়ান্ত, অনুমোদন নিয়ে শঙ্কা

মানবজমিন ডেস্ক

১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:১৭ পূর্বাহ্ন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসার অর্থাৎ ব্রেক্সিটের খসড়া চুক্তি চূড়ান্ত করেছে বৃটেন। দীর্ঘদিন ধরে দর কষাকষির পর এতে সম্মতি জানিয়েছে ইইউ। কিন্তু চেকার্সের এ খসড়া চুক্তি বৃটিশরা মেনে নেয় কিনা এখন সেটিই দেখার বিষয়। খসড়া চুক্তির প্রতি মন্ত্রীদের সমর্থন আদায়ের জন্য গতকাল মন্ত্রিসভার বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী তেরেসা মে’। সেখানে চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠকের সিদ্ধান্ত জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈঠকে ব্রেক্সিট চুক্তি নিয়ে মন্ত্রীদের তোপের মুখে পড়তে পারেন তেরেসা মে’। তবে এটা অনেকটাই নিশ্চিত যে, চূড়ান্তভাবে মন্ত্রিসভার সমর্থন লাভের জন্য প্রধানমন্ত্রীকে বেশ বেগ পেতে হবে। সিএনএনের খবরে বলা হয়েছে, তীব্র মতপার্থক্য সত্ত্বেও অবশেষে ইইউ’র সঙ্গে খসড়া ব্রেক্সিট চুক্তি চূড়ান্ত করেছে বৃটেন। এখন প্রধানমন্ত্রী তেরেসা মে’কে এই চুক্তির প্রতি স্বদেশীদের সমর্থন আদায় করতে হবে। এজন্য বৃটিশ মন্ত্রীদের সঙ্গে মঙ্গলবার ম্যারাথন আলোচনা শুরু করেন তেরেসা মে’। তিনি প্রত্যেক মন্ত্রীর সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন। তাদেরকে খসড়া চুক্তির প্রতি সমর্থন দেয়ার আহ্বান জানান। এর পরে গতকাল আবারো তৎপরতা শুরু করেন প্রধানমন্ত্রী। বুধবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিটে মন্ত্রিসভার বৈঠক ডাকেন। আশা করা হচ্ছে, এই সভায় ব্রেক্সিটের ভাগ্য নির্ধারণ হবে।
এদিকে, সমালোচকরা চেকার্সের ব্রেক্সিট পরিকল্পনা প্রত্যাখ্যান করার জন্য মন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন। ব্রেক্সিট বিরোধীদের মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রভাবশালী অনেক নেতাও রয়েছেন। ইইউ’র সঙ্গে আরো কঠোর বিচ্ছেদের সমর্থকরা অভিযোগ তুলেছেন, প্রধানমন্ত্রী মে’ ইইউ’র কাছে নতি স্বীকার করেছেন। তাদের আশঙ্কা, খসড়া চুক্তি অনুসারে ইইউ’র কাস্টমস ইউনিয়নের সঙ্গে বৃটেনের যোগসূত্র রাখা হবে। একই সঙ্গে পরবর্তী বছরগুলোতে বৃটেনকে ইউরোপের মুক্ত বাণিজ্য অঞ্চলের অন্তর্ভুক্ত করা হবে। খসড়া চুক্তির বিরোধিতার ক্ষেত্রে সর্বাগ্রে রয়েছেন তেরেসা মে’র মন্ত্রিসভা থেকে পদত্যাগকারী সাবেক মন্ত্রীরা। তারা চেকার্সের খসড়া চুক্তি প্রত্যাখ্যান করার জন্য মন্ত্রিসভার সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘এটা ছুড়ে ফেলে দিন’।
ব্রেক্সিট ইস্যুতে বৃটেনের মন্ত্রিসভা কার্যত বিভক্ত হয়ে পড়েছে। একদিকে রয়েছেন ইইউ’র সঙ্গে কঠোর বিচ্ছেদের সমর্থকরা। আর বাকিরা ব্রেক্সিটেরই ঘোর বিরোধী। অর্থাৎ তারা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পূর্বের মতো থাকতে চান। ডাউনিং স্ট্রিটের তরফ থেকে জানানো হয়েছে, মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের প্রধানমন্ত্রী এ বিষয়ে বোঝাতে সক্ষম হবেন যে, ব্রেক্সিটের খসড়া চুক্তিতে ২০১৬ সালে গণভোটের মূল উদ্দেশ্য প্রতিফলিত হয়েছে। এ ব্যাপারে আশাবাদী প্রধানমন্ত্রীর দপ্তর। একই সঙ্গে প্রধানমন্ত্রী মে’ চূড়ান্তভাবে তার ব্রেক্সিট চুক্তিকে রক্ষা করতে সক্ষম হবেন বলেও আশা প্রকাশ করে ডাউনিং স্ট্রিট।
প্রধানমন্ত্রী যদি দীর্ঘ প্রচেষ্টার পর মন্ত্রিসভার সমর্থন পেয়েও যান, তার পরেও তিনি পার্লামেন্টের অনুমোদন পাবেন- এমনটি নিশ্চিত করে বলা যায় না। কেননা, উল্লেখযোগ্য সংখ্যক পার্লামেন্ট সদস্য ইতিমধ্যেই চেকার্সের ব্রেক্সিট পরিকল্পনার বিরুদ্ধে ভোট দেয়ার কথা বলেছেন। এ ছাড়া, পার্লামেন্টের প্রধান বিরোধী দল লেবার পার্টি ইঙ্গিত দিয়েছে যে, তারা পার্লামেন্টের ভোটাভুটিতে চেকার্সের ব্রেক্সিট প্রস্তাবকে সমর্থন দেবেন না। দলটির ব্রেক্সিট বিষয়ক মুখপাত্র কেইর স্টারমার বলেন, সমঝোতার ধরন দেখে মনে হচ্ছে, এটা বৃটেনের জন্য কোনো ভালো চুক্তি হবে না। বাস্তবেই যদি বিরোধীরা পার্লামেন্টে তেরেসা মে’র ব্রেক্সিট প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তাহলে মন্ত্রিসভার সমর্থন কোনোই কাজে আসবে না। আর এ ক্ষেত্রে বৃটেনকে হয়তো কোনো চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে হবে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ব্রেক্সিটের খসড়া চুক্তি বৃটিশ মন্ত্রিসভা ও পার্লামেন্ট অনুমোদন করলে আগামী ২৫শে নভেম্বর বৃটেনের সঙ্গে ইইউ নেতারা বৈঠকে বসবেন। সেখানে চূড়ান্ত ব্রেক্সিট চুক্তির বিষয়ে আলোচনা হবে। আর পার্লামেন্ট ও মন্ত্রিসভা যদি খসড়া চুক্তি প্রত্যাখ্যান করে, তাহলে ইইউ’র সঙ্গে বৃটেনের চুক্তিবিহীন বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একই সঙ্গে প্রধানমন্ত্রী তেরেসা মে’ ও তার দলের নেতৃত্বও হুমকির মুখে পড়বে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status