বিশ্বজমিন

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

মানবজমিন ডেস্ক

১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:১৭ পূর্বাহ্ন

ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তির প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাভিগডোর লিবারম্যান। শনিবার মিশরের মধ্যস্থতায় হামাসের সঙ্গে ইসরাইলের অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। হামাস জানিয়েছেন, ইসরাইল যতদিন এ চুক্তির প্রতি সম্মান দেখাবে ততদিন তারাও ইসরাইলে কোনো প্রকার হামলা চালাবে না। হামাসের শীর্ষ নেতারাও বলেছেন, ইসরাইল হামলা বন্ধ করলে তারা অস্ত্র ছেড়ে দিতে প্রস্তুত রয়েছে। কিন্তু লিবারম্যান এ চুক্তির বিরুদ্ধে ছিলেন। তিনি গাজায় হামলা অব্যাহত রাখতে চাইছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার ইচ্ছা অনুযায়ী হামলা অব্যাহত রাখতে পারেননি তিনি। এদিকে, লিবারম্যান পদত্যাগপত্র জমা দিয়ে আগাম নির্বাচনের আহ্বান জানিয়েছেন। ইসরাইলের টিভি চ্যানেল টেন জানিয়েছে, লিবারম্যানের পদত্যাগের কারণে সংসদ ভেঙে দেয়া হতে পারে। এক বিবৃতিতে হামাস লিবারম্যানের পদত্যাগ তাদের জন্য বড় বিজয় বলে দাবি করেছেন। এর আগে গত ১১ই নভেম্বর থেকে দুই পক্ষের মধ্যে চলমান সংঘাতে মোট ১২ ফিলিস্তিনি ও একজন ইসরাইলি নিহত হয়েছেন।॥
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status