এক্সক্লুসিভ

ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট-২০১৮

পর্দা উঠছে আজ

স্টাফ রিপোর্টার

১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:০৮ পূর্বাহ্ন

‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট-২০১৮’ এর পর্দা উঠছে আজ। এটি এ আয়োজনের চতুর্থ আসর। এবারও তিন দিনব্যাপী উৎসবটি অনুষ্ঠিত হবে ঢাকার আর্মি স্টেডিয়ামে। সান ফাউন্ডেশনের উদ্যোগে আজ থেকে ১৭ই নভেম্বর পর্যন্ত চলবে উৎসব। শ্রোতা-দর্শক উৎসব উপভোগ করতে পারবেন প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। বাংলাদেশসহ বিশ্বের ৭টি দেশ থেকে ১৭৪ জন শিল্পী জড়ো হচ্ছেন একই মঞ্চে। এবারের আসরে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন বাংলাদেশের মমতাজ বেগম, বাউল আব্দুল হাই দেওয়ান, বাউল কবির শাহ, অর্ণব, নকশীকাঁথা, স্বরব্যাঞ্জো ও ভাবনা নৃত্য দল।

ভারত থেকে ওয়াদালি ব্রাদার্স, রাঘু দিক্ষিত, সাত্যকি ব্যানার্জি, পাকিস্তান থেকে শাফকাত আমানাত আলী, বাহরাইন থেকে মাজায, যুক্তরাষ্ট্র থেকে গ্র্যামি বিজয়ী লস টেক্সমেনিয়াক্স, পোল্যান্ড থেকে দিকান্দা এবং স্পেন থেকে লাস মিগাস। প্রতিবারের মতো এবারও দর্শকরা বিনামূল্যে শুধু অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন। আজকের প্রথমদিনের আয়োজনে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নিজেদের পরিবেশনা নিয়ে উপস্থিত থাকবেন ভাবনা নৃত্যদল ও আব্দুল হাই দেওয়ান (বাংলাদেশ), দিকান্দা (পোল্যান্ড), ওয়াদালি ব্রাদার্স এবং সাত্যকি ব্যানার্জি (ভারত)।

অনুষ্ঠানটির টেলিভিশন সম্প্রচারের দায়িত্বে থাকবে মাছরাঙা টেলিভিশন। এছাড়া গ্রামীণফোনের অনলাইন, ভিডিও স্ট্রিমিং সার্ভিস- বায়োস্কোপ লাইভে থাকবে অনুষ্ঠানটি লাইভ দেখার সুযোগ। ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট-২০১৮’এর টাইটেল স্পন্সর মেরিল, পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক লিমিটেড, ইন এসোসিয়েশন উইথ গ্রামীণফোন, সাপোর্টেড বাই রাঁধুনি, পিআর পার্টনার মিডিয়াকম, মেডিকেল পার্টনার স্কয়ার হসপিটালস লিমিটেড।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status