অনলাইন

নির্বাচন পিছানোর পক্ষে নয় আ’লীগ: এইচ টি ইমাম

অনলাইন ডেস্ক

১৪ নভেম্বর ২০১৮, বুধবার, ৮:৫৭ পূর্বাহ্ন

আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদ নির্বাচন আবারো পিছানোর পক্ষে নেই বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা বোর্ডের কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। আজ বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনকে পরিষ্কার জানিয়েছি, ৩০শে ডিসেম্বর পর্যন্ত নির্বাচন পিছিয়েছেন, তবে আর নয়। একদিনও নয়, একঘণ্টাও নয়। এর আগে দুপুরে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠক করে নির্বাচন আরো তিন সপ্তাহ পেছানোর দাবি জানান। তবে, ঐক্যফ্রন্টের এই দাবিকে হাস্যকর উল্লেখ করে এইচ টি ইমাম বলেন, পৃথিবীর এমন কোনো দেশ নেই, যারা বিদেশিদের সুযোগ-সুবিধার কথা ভেবে নিজেদের জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করে। একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা আমাদের সুযোগ-সুবিধা দেখবো। নির্বাচন পিছানো হলে সমস্যা আরো বাড়বে উল্লেখ করে তিনি বলেন, ১লা জানুয়ারি কয়েক লাখ নতুন ভোটার হবে। তারা যদি নিবন্ধিত না হন, তাহলে আদালতে রিট করলে নির্বাচন ভন্ডুল হয়ে যাবে। এটার দায় দায়িত্ব তখন কে নেবে? তাছাড়াও বছরের প্রথমে স্কুলে নতুন বই বিতরণ করা হয়। সেখানেও সমস্যা দেখা দেবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status