বিনোদন

দীপিকার কোঙ্কনী মতে বিয়ের অনুষ্ঠান

কলকাতা প্রতিনিধি

১৪ নভেম্বর ২০১৮, বুধবার, ৮:১০ পূর্বাহ্ন

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল লেক কেমোর নৈসর্গিক সৌন্দর্য্যরে মধ্যে বলিউডের স্বপ্নের বিয়ে বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। অবশেষে সাতপাকে বাঁধা পড়েছেন দীপবীর। এদিন সকালে লেক কেমোর পূর্ব দিকে অবস্থিত রিসোর্ট থেকে বর রণবীর সিং কয়েকজন ঘনিষ্টজনকে নিয়ে গ্র্যান্ড এন্ট্রি নিয়েছেন সি-প্লেনে চড়ে। বরযাত্রী পৌঁছেছে পাল তোলা নৌকায় করে।

বিভিন্ন সূত্রে জানা যায়, এদিন সকালে বিয়ের শুরুতে কোঙ্কনী মতে ’ফুল মুড্ডি’ অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানে হবু বর ও বৌ ঘনিষ্টদের উপস্থিতিতে আংটি বিনিময় করেছেন। এই সময় রণবীর সিং হবু বৌকে নিয়ে একটি আবেগঘন বক্তব্য রেখেছেন। এর পরেই শুরু হয়েছে বিয়ের আসল অনুষ্ঠান। দুপুরের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়ে যায়। দুপুরে ছিল অভ্যাগতদের নিয়ে খাওয়াদাওয়ার আসর। গত মঙ্গলবারই অবশ্য দুই পরিবার যে রিসোর্টে রয়েছেন সেখানে বসেছিল সঙ্গীতের আসর। বিকেল সাড়ে তিনটে থেকে শুরু হয়ে তা চলেছিল রাত পর্যন্ত।

যেহেতু বিয়েটা দীপিকা ও রণবীর দুজনেই ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন তাই বিয়েতে বলিউড থেকে কেউই আসেননি বলে জানা গেছে।  বৃহষ্পতিবার বসবে আরেকবার বিয়ের আসর। সেখানে সিন্ধি মতে মালাবদলের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান।

সংবাদ মাধ্যম সূত্রে বলা হয়েছে,  লেক কোমোর ভিলা দেল বালবিয়ানেল্লোতে আলো ও ফুল দিয়ে অসাধারণ সুন্দরভাবে তৈরি করা হযেছে রণবীর-দীপিকার বিয়ের আসর। ফেøারেন্স থেকে আসা ১২ জন ফেøারিস্ট ফুল দিয়ে সাজিয়ে তুলেছেন। বিয়েতে দীপিকা ও রণবীর কি পোষাক পড়েছেন তা এখন পর্যন্ত জানা না গেলেও মুম্বাই থেকে ইতালিতে যাওয়ার সময় অবশ্য দীপিকার সঙ্গে দেখা গেছে প্রখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি করা পোষাকের একটি ব্যাগ। শোনা যাচ্ছে, খাবারের মেন্যুতে ছিল অভিনবত্বের ছোঁয়া। কেক ও ডেজার্ট তৈরির জন্য সুইজারল্যান্ড থেকে উড়িয়ে আনা হয় বেশ কয়েকজন শেফকে।

দেশি থেকে বিদেশি, সব ধরণের খাবারের আয়োজনই ছিল বলিউডের এই 'হাই ভোল্টেজ' সেলেব জুটির বিয়েতে। ইতালিয়ান খাবারের পাশাপাশি কন্টিনেন্টাল ও ভারতীয় খবারের  ব্যবস্থাও ছিল। বিয়ের ছবি তোলা নিষিদ্ধ করে সকলকে মোবাইল ফোন বন্ধ রাখতে বলা হয়েছিল। আর তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজেও পাওয়া যায়নি দীপবীরের সাতপাকে বাঁধার কোনও ছবি।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status