অনলাইন

মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

১৪ নভেম্বর ২০১৮, বুধবার, ৪:৪৭ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে, মৌলভীবাজার চারটি সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের জন্য দলীয় মনোনয়নপত্র ইতিমধ্যেই অনেকে সংগ্রহ করেছেন।

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী): এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, সাবেক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু, বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দারাদ আহমদ, কাতার প্রবাসী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা শরীফুল হক সাজু, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আসাউদ্দিন বটল, কাতার প্রবাসী বিএনপি নেতা লোকমান হোসেন, বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস শহীদ খান, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ও উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার হাসনা, যুবদল নেতা হাজি সেলিম, জেলা যুবদল নেতা ও পৌর কাউন্সিলর আব্দুল হাফিজ (ললন)। মৌলভীবাজার-২ (কুলাউড়া): সংসদীয় এ আসনের জন্য জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট আবেদ রাজা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান জুবেদ, বিএনপি নেতা আলহাজ্ব শওকতুল ইসলাম শকু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর): এ আসনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম. নাসের রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মৌলভীবাজার-৪ ( শ্রীমঙ্গল ও কমলগঞ্জ): এ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান মুজিব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিএনপির দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদান নিয়ে জেলা বিএনপির একাধীক নেতা মানবজমিনকে জানান, উত্তোলন ও জমাদানের সময় থাকায় অনেকেই মনোনয়ন পত্র এখন সংগ্রহ করছেন। তাই জেলায় এখন পর্যন্ত একটি আসনে কতজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তা নির্দিষ্ট করে তারা কিছু বলতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের ছবি দেখেই তারাও সবার মত নিশ্চিত হচ্ছেন। তবে এ খবর সংগ্রহকালে বিএনপির প্রার্থী হতে আগ্রহী অনেকেই মনোনয়ন পত্র সংগ্রহের আগ্রহ দেখিয়েছেন এবং তা সংগ্রহ করতে তারা ঢাকায় যাচ্ছেন বলেও জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status