অনলাইন

গণভবন ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের ঢল

স্টাফ রিপোর্টার

১৪ নভেম্বর ২০১৮, বুধবার, ১:০৫ পূর্বাহ্ন

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে চলছে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার পর্ব।  আর ভবনের বাইরে অপেক্ষা করছেন দলটির শত শত নেতাকর্মী ও সমর্থক। দলের পূর্ব ঘোষণা অনুযায়ী, এই সাক্ষাৎকার শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে হওয়ার কথা থাকলেও জায়গার সংকুলান না হওয়ায়  হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে আজ গণভবনে সাক্ষাৎকার পর্বটি অনুষ্ঠিত হচ্ছে।
সকাল সকাল মনোনয়নপ্রত্যাশীরা উপস্থিত হন প্রধানমন্ত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে। সেখানে গিয়ে তারা সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানতে পারেন। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১১ টায় এই সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় অনেক মনোনয়ন প্রত্যাশী এখনো গণভবনে এসে পৌঁছতে পারেনি।  দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনেককে দেখা গেছে ভেতরে ঢুকতে। অল্প কিছুক্ষণের মধ্যেই সাক্ষাৎকার পর্বটি অনুষ্ঠিত হবে বলে ভেতর থেকে জানিয়েছেন বেশ কয়েকজন নেতাকর্মী। আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতা মানবজমিনকে জানান, সাক্ষাৎকার পর্বটি শুরু হবে চার হাজার ২৩ জন মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে। এতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরুতে সূচনা বক্তব্য রাখবেন। এতে মনোনয়ন প্রত্যাশীদের দিকনির্দেশনা দিবেন ও নৌকার পক্ষে সকলকে কাজ করার তাগিদ দেবেন।
এদিকে গণভবন ঘিরে বিভিন্ন জেলার নেতাকর্মীরা সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কে কী বার্তা পাচ্ছেন তাদের নেতারা
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status