বিনোদন

আলাপন

‘জীবন একটা পাঠশালা, বোঝার আগেই বন্ধ হয়ে যায়’

ফয়সাল রাব্বিকীন

১৪ নভেম্বর ২০১৮, বুধবার, ১১:২০ পূর্বাহ্ন

সংগীত তারকা আসিফ আকবর। ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত অসংখ্য জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন শ্রোতাদের। এতটা দীর্ঘ পথ পাড়ি দেবার পরও এখনও একই উদ্যমে কাজ করে চলেছেন তিনি। চলতি বছর আসিফ আকবর আরও বেশি যেন সরব হয়েছেন সংগীতে। ধারাবাহিকভাবে ভিডিওসহ গান প্রকাশ করছেন। বিভিন্ন কোম্পানি থেকে নানা ধরনের ও ঢংয়ের গান প্রকাশ পাচ্ছে তার। এখনও নতুন গানে সবচাইতে বেশি ব্যস্ত তিনি পার করছেন। সব মিলিয়ে চলতি সময়টা কেমন যাচ্ছে? আসিফ আকবর বলেন, বেশ ভালো আছি। ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। তবে বাচ্চু (আইয়ুব বাচ্চু) ভাইয়ের চলে যাওয়াটা খুব ভাবায় আমাকে। তার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক, অসংখ্য স্মৃতি। তিনি চলে যাওয়ার পর থেকে সেসব স্মৃতি ভেসে বেড়াচ্ছে চারদিকে। আসলে জীবন একটা পাঠশালা, বোঝার আগেই বন্ধ হয়ে যায়। আইয়ুব বাচ্চুকে নিয়ে তো গানও করছেন? আসিফ আকবর বলেন, হ্যা। আইয়ুব বাচ্চু ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়েই গানটি করছি। ‘এমনতো কথা ছিলো না, তুমি চলে যাবে এভাবে’- এমন কথার গানটির কথা, সুর ও সংগীত করেছেন তরুণ মুন্সী। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে গানটি প্রকাশ পাবে সামনে। গানে গানে বাচ্চু ভাইয়ে শ্রদ্ধা জানানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এখনকার ব্যস্ততা কি নিয়ে আপনার? আসিফ বলেন, গান নিয়ে ব্যস্ততা তো শেষই হচ্ছে না! একের পর এক রেকর্ডিং ও গানের শুটিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে সময়। আসলে সময়টা যে কোথা দিয়ে যাচ্ছে তাও বুঝতে পারছি না। আমি শুরু থেকেই কথা নয় কাজে বিশ্বাসী। এখনও নিজের মতো করে কাজ করে যাচ্ছি। সিনিয়র থেকে তরুণ প্রজন্মের সঙ্গে আমার কাজ চলছে একের পর এক। প্রায় দুই ডজন নতুন গান রেডি হয়ে আছে প্রকাশের জন্য। এগুলো সামনে নির্দিস্ট সময় পর পর বিভিন্ন কোম্পানি থেকে প্রকাশ হবে। আপনাকে তো এখন অডিওর পাশাপাশি ভিডিওতে বিভিন্ন রুপে পারফর্ম করতে দেখা যায়। এটা কেমন উপভোগ করছেন? আসিফ আকবর বলেন, সত্যি বলতে ডিরেক্টররা আমাকে যা খুশি তাই করিয়ে নিচ্ছেন। কোম্পানির ডিমান্ডও বলতে পারেন। কখনই গানের ভিডিওর প্রতি আমার দূর্বলতা ছিলো না। কিন্তু এই সময়ে এসে করতে অনেকটা বাধ্য হচ্ছি পরিচালক ও কোম্পানির চাপে। আর তা করতে গিয়েই বিভিন্ন রুপে হাজির হতে হচ্ছে। সবাই গ্রহণও করছেন। আমি সব সময় বলি আমি শ্রোতাদের শিল্পী। তাদের জন্যই আমি আজকের আসিফ। সুতরাং তারা যা চাইবে তাই হবে। সামনেতো আপনার মিউজিক্যাল ফিল্মও মুক্তি পাবে। সেটার কি খবর? সাদাত হোসেনের পরিচালনায় এ কাজটি হচ্ছে। বাংলা ঢোলের ব্যানারে এরইমধ্যে অনেকখানি শুটিং হয়েছে এর। ‘গহীনের গান’। এখানে আসিফের নায়িকা রুপে দেখা যাবে তানজিকা আমিনকে। মিউজিক্যাল ফিল্মটিতে আমি অভিনয় করছি। খুব ভালো কাজ হচ্ছে।  আমরা পুরো ইউনিট খুব পরিশ্রম করছি। আমরা চাচ্ছি দর্শককে নতুন কিছু উপহার দিতে।  চলতি প্রজন্ম সংগীতে কেমন করছে বলে মনে হচ্ছে? আসিফ আকবর বলেন, চলতি প্রজন্ম অনেক ভালো করছে। অনেকের মধ্যেই মেধা রয়েছে। সেটাকে কাজে লাগাতে হবে। সেক্ষেত্রে সিনিয়রদের সহযোগীতারও প্রয়োজন রয়েছে। আর ধৈর্য্য হারালে চলবে না। পরিশ্রম করতে হবে। সময় দিতে হবে। সবচেয়ে বড় কথা হলো কাজ করে যেতে হবে। কাজের বিকল্প নেই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status