অনলাইন

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

স্টাফ রিপোর্টার

১৪ নভেম্বর ২০১৮, বুধবার, ১০:৫৭ পূর্বাহ্ন

ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত যুবক সুমন (২৭) মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে। সুমন সদর উপজেলার চরকালিবাড়ি লোকনাথ মন্দির সংলগ্ন সুরুজ ড্রাইভার ওরফে গোলাম মোস্তফার ছেলে। মঙ্গলবার রাত রাত পৌনে একটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পুলিয়ামারি শাইখ সিরাজ সড়কের মাথায় এ ‘বন্দকযুদ্ধে’র ঘটনা ঘটে। ঘটনাস্থল েেথকে চার কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল হোসেন আকন্দ জানান, রাতে চরপুলিয়ামারী এলাকায় মাদক কেনাবেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা তাদের লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে সবাই পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সুমনকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবল ইলিয়াস মিয়া ও রানাউল ইসলাম আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান ওসি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status