দেশ বিদেশ

ঢাকা-৬

আগ্রহ নেই আওয়ামী লীগে বিএনপিতে প্রস্তুতি

আব্দুল আলীম

১৪ নভেম্বর ২০১৮, বুধবার, ১:৪২ পূর্বাহ্ন

পুরাতন ঢাকার ওয়ারি আর গে-ারিয়াকে এক সময় ঢাকার প্রাণকেন্দ্র বলা হতো। তবে, সময়ের বিবর্তনে এর ঐতিহ্যে ভাটা পড়লেও আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে এর চাকচিক্য কমেনি এতটুকুও। বংশালের একাংশ, সূত্রাপুর, কোতোয়ালি, ওয়ারি আর গে-ারিয়া মিলিয়ে ঢাকা-৬ আসন। পরিসংখ্যান বলছে নব্বইয়ের দশক থেকে ২০০৮ পর্যন্ত সব নির্বাচনে দুইবার করে এ আসন দখলে রাখে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। তবে, ২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে মনোনয়ন পায় জাতীয় পার্টি। ভোটারবিহীন সে নির্বাচনে এমপি হন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। এবারো মহাজোট থেকে তাকেই মনোনয়ন দেয়া হতে পারে। যে কারণে এই আসনে নির্বাচন করার জন্য জোরালো আগ্রহ নেই আওয়ামী লীগ নেতাকর্মীদের। ঢাকা-৬ আসনে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ থাকলেও নির্বাচনে একেবারেই আগ্রহ নেই তার। অন্যান্য নেতারা নৌকা মার্কায় ভোট চাওয়ার পোস্টার সাঁটালেও নির্বাচনের মাঠে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদকেই ছেড়ে দেয়ার সম্ভাবনা। অন্যদিকে, গত নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোট না গেলেও এবার তারা অংশ নেবে। একই সঙ্গে ২০দলীয় জোটসহ নির্বাচনের জোর প্রস্তুতি নিচ্ছে নতুন গঠিত জাতীয় ঐক্যফ্রন্টও। তবে, বিরোধী জোটে ঢাকা-৬ আসনে মহাজোট প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির প্রার্থী। কারণ এই আসনে বিএনপি ছাড়া ২০দলীয় জোট বা জাতীয় ঐক্যফ্রন্টের হাই প্রোফাইল কোনো নেতা নেই। তবে, শক্তিশালী দুইজন প্রার্থী রয়েছেন বিএনপি থেকে। এর একজন হলেন সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার ছেলে  ইশরাক হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। আসছে জাতীয় নির্বাচনে এই আসনে ধানের শীষ প্রতীকে লড়ার জন্য ইতিমধ্যে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। ইশরাক হোসেন, ঢাকা দক্ষিণ বিএনপির সহসভাপতি হামিদুর রহমান হামিদ, সহসাংগঠনিক হাজী লিটন, গে-ারিয়া থানা বিএনপির সভাপতি মকবুল ইসলাম টিপু মনোনয়নপত্র সংগ্রহ করবেন। তবে, শেষ পর্যন্ত বিএনপির প্রতীক পেতে হাড্ডাহাড্ডি লড়াই হবে ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার ও সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের মধ্যে।
সরজমিন ঢাকা-৬ আসন এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬নং ওয়ার্ড নিয়ে আসনটি গঠিত। যার অন্তর্ভুক্ত থানাগুলো হলোÑ ওয়ারী, গে-ারিয়া, সূত্রাপুর, কোতোয়ালির একাংশ ও বংশালের একাংশ।
এসব এলাকায় আওয়ামী লীগের অনেক নেতা নৌকা মার্কায় ভোট দিনসহ বিভিন্ন সেøাগান সংবলিত পোস্টার সেঁটেছেন। কেউ নিজে নির্বাচন করতে চান বলে পোস্টার সেঁটেছেন। কিন্তু বিএনপি বা ২০দলীয় জোট অথবা জাতীয় ঐক্যফ্রন্টের কোনো নেতা নির্বাচনকে সামনে রেখে কোনো প্রকার পোস্টার সাঁটানো বা প্রচার প্রচারণা চালাতে দেখা যায়নি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার মানবজমিনকে বলেন, দলের সিদ্ধান্ত নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। তাই দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমরা শেষ দিন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করব। কিন্তু সরকার সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে ব্যর্থ হলে দলের হাই কমান্ড যে সিদ্ধান্ত দেবে তা মানার জন্য সব সময় প্রস্তুত রয়েছি। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের জয় অনিবার্য।
ঢাকা মহানগর দক্ষিণ আওযামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, দলের নির্দেশে আমি নির্বাচনে লড়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করিনি। আমি এবারের নির্বাচনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নেতাদের সমন্বয় করার দায়িত্ব পালন করব। তিনি বলেন, আমাদের সরকারের আমলে ঢাকার উন্নয়নের কারণে আগামী নির্বাচনে মহাজোট থেকে যে প্রার্থী দেয়া হবে জনগণ তার পক্ষে রায় দেবে বলে আশা রাখছি।
কাজী ফিরোজ রশিদ মানবজমিনকে বলেন, আমি মহাজোট থেকে নমিনেশন পাব বলে শতভাগ আশাবাদী। গত ১০ বছরে এলাকায় আমাদের অনেক কাজ আছে। ঢাকার অনেক উন্নয়ন আমরা করেছি। জনগণ এগুলো বিবেচনা করে আবার আমাকে বিজয়ী করবে বলে আশাবাদী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status