এক্সক্লুসিভ

নি র্বা চ নী হা ল চা ল পটুয়াখালী ১

বদলে যেতে পারে জোটের প্রার্থী

জালাল উদ্দিন আহমেদ, পটুয়াখালী থেকে

১৪ নভেম্বর ২০১৮, বুধবার, ৯:৫৮ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে নৌকা, ধানের শীষ ও লাঙ্গল মার্কার কে হবেন কাণ্ডারি। এ নিয়ে আলোচনা সর্বত্র। একটি পৌরসভা ও তিনটি উপজেলার ২৩টি ইউনিয়ন নিয়ে ৪৭২.০৮ বর্গমিটার এলাকা পটুয়াখালী-১ আসন। এ আসনে পাঁচলাখ ২৫ হাজার ৩৩২ লোক সংখ্যার মধ্যে মোট ভোটার সংখ্যা হচ্ছে তিনলাখ ৯৮ হাজার ৮৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ১ লাখ ৯৯ হাজার ৮৮৭ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৪৪ জন।

এ আসনটিতে স্বাধীনতার পর জাতীয় সংসদ নির্বাচনে ১৯৭৩ ও ১৯৭৯ সালে আওয়ামী লীগের হাবিবুর রহমান মিয়া, ১৯৮৬ ও ৮৮ সালে জাতীয় পার্টির অ্যাডভোকেট সরদার আব্দুর রশিদ, ১৯৯১ সালে বিএনপির এম কেরামত আলী, ১৯৯৬ সালে ১৫ই ফেব্রয়ারি নির্বাচনে বিএনপির এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ১৯৯৬ সালের ১২ই জুন নির্বাচনে আওয়ামী লীগের অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, ২০০১ সালে বিএনপির এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ২০০৮ সালে আওয়ামী লীগের অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া এবং সর্বশেষ ২০১৪ সালের ৫ই জানুয়ারি নির্বাচনে মহাজোটের (জাতীয় পার্টির) এবিএম রুহুল আমিন হাওলাদার নির্বাচিত হন।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার একক মনোনয়ন প্রত্যাশী হলেও আওয়ামী লীগ ও বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন সংগ্রহ করছেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম হচ্ছেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান মোহন মিয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাবেক সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌরসভার মেয়র ডা. শফিকুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মো. আলী আশ্রাফ ও সাবেক ছাত্রলীগ নেতা মো. রাজিব পাভেজ। তারা সবাই দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী স্নেহাংশু সরকার কুট্টির নাম শোনা যাচ্ছে। এ ছাড়াও এ আসনে বাম গণতান্ত্রিক ঐক্য জোটের জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা ও ইসলামী আন্দোলন (হাত পাখা) থেকে গণসংযোগ করছেন কেন্দ্রীয় শূরা সদস্য আলহাজ হাফেজ মাওলানা মুফতি গাজী আলতাফুর রহমান।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটগত নির্বাচন হলে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি পটুয়াখালী-১ আসনে লাঙ্গলের কাণ্ডারি হওয়ার সম্ভাবনা বেশি। তবে, বিএনপি থেকে আলতাফ চৌধুরী ধানের শীষের কাণ্ডারি হলে এ আসনে এবিএম রুহুল আমিন হাওলাদারের পরিবর্তে আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মো. খলিলুর রহমান মোহন, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন এবং সাবেক সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধাকে মনোনয়ন দিতে পারে বলেও আলোচনা হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status