বাংলারজমিন

নৌকার টিকিট চান ডা. রুবাইয়াত

মামুন হোসেন, চাটখিল থেকে

১৪ নভেম্বর ২০১৮, বুধবার, ৯:৪১ পূর্বাহ্ন

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. রুবাইয়াত ইসলাম মন্টি। তিনি ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের  চেয়ারম্যান এবং সুমনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। রোববার ধানমণ্ডি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীসহ তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং একই দিনে জমা দেন। তরুণ উদীয়মান এই নেতার বাবা প্রয়াত ডা. সিরাজুল ইসলাম ঢাকা মহানগর আওয়ামী লীগের সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন সদস্যসহ নানা সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। প্রয়াত ডা. সিরাজুল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ডা. সুলতান মাহমুদ কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আজীবন চাটখিলের মানুষের সেবা করেছেন। তরুণ রাজনীতিবিদ ডা. রুবাইয়াত ইসলাম মন্টি নিজ নির্বাচনী এলাকাতে বৃদ্ধনিবাস প্রতিষ্ঠা, দরিদ্র অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, তরুণদের মধ্যে নানা স্পোর্টস সামগ্রী বিতরণসহ এলাকায় নানা সমাজসেবা কাজে নিজেকে আত্মনিয়োগ করে ইতিমধ্যেই ব্যাপক প্রশংসিত হন। তিনি নিজ এলাকায় একটি ফ্রি ডক্টরস চেম্বারের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করে আসছেন। ডা. রুবাইয়াত ইসলাম মন্টি মানবজমিনকে বলেন, তাকে প্রধানমন্ত্রী মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে বিজয় অর্জন করতে সক্ষম হবেন এবং সরকারের চলমান উন্নয়নের ধারাকে আরো বেগবান করতে পারবেন।
মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত আলোকিত চাটখিল-সোনাইমুড়ি উপহার দেয়াই তার ব্রত। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্য কোনো প্রার্থীকেও মনোনয়ন দিলে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন এবং দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি সর্বদা কাজ করে যাবেন মর্মে এ প্রতিবেদককে জানিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status