বাংলারজমিন

গোলাম হাবিবের উঠান বৈঠক

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

১৪ নভেম্বর ২০১৮, বুধবার, ৯:৪১ পূর্বাহ্ন

ঘনিয়ে আসছে ভোটের দিন। চারদিকে চলছে ভোটের উৎসব। আর এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে কুড়িগ্রাম-৪ আসনে (চিলমারী-রৌমারী- রাজিবপুর) দেখা দিয়েছে ভোটের আমেজ। শুরু হয়েছে প্রার্থী যাচাই-বাছাই। ভোটাররাও অপেক্ষায় নিজেদের পছন্দের প্রার্থীকে সংসদে পাঠানোর জন্য। আর  ইতিমধ্যে এই আসনের ভোটারদের মনও কেড়েছেন সাবেক এমপি গোলাম হাবিব। সবার মুখে এই নামটি নিয়ে চলছে আলোচনা। সাবেক এমপি গোলাম হাবিব এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইতিমধ্যে মাঠ চষে বেড়ানোর সঙ্গে সঙ্গে অনেক আগ থেকেই শুরু করেছেন গণসংযোগ। দলমত নির্বিশেষে বিপুল পরিমাণ সমর্থক ও লোকজনসহ বিভিন্ন স্তরের মানুষ সারা দিচ্ছে তার ডাকে। চলছে গণসংযোগ, মতবিনিময়, উঠান বৈঠকসহ আলোচনা। এরই ধারাবাহিকতায় উপজেলার নিজ বাসভবনে  সোমবার রাতে ও গতকাল দুপুরে উঠান বৈঠক করেন। এ ছাড়াও গত কয়েকদিন থেকে দিনব্যাপী রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠক করেন। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গির আলম, সমাজসেবক আবু হারেজ, গোলাম আশেক, মন্টু মিয়া, শিক্ষক রেজাউল করিম প্রমুখ তার পক্ষে ভোট চান। এ সময় ভোটাররা জানান, গোলাম হাবিব যেকোনো পার্টির হোক বা স্বতন্ত্র প্রার্থী হিসেবেই হোক না কেন তিনি প্রার্থী হলে নির্বাচনী মাঠে বড় ফ্যাক্টর হবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status