দেশ বিদেশ

‘পরিবার ও ডায়াবেটিস’

ডা. শাহজাদা সেলিম

১৪ নভেম্বর ২০১৮, বুধবার, ৯:৩৭ পূর্বাহ্ন

পৃথিবীর সব কয়টি দেশ, পরিবার ও ডায়াবেটিস এ স্লোগান দিয়ে বিশ্বব্যাপী ডায়াবেটিস দিবস পালন করছে। বছরে ১৪ই নভেম্বর এ দিবস পালিত হয়ে আসছে। আগামী দু’বছরের জন্য এ স্লোগানটি নির্বাচিত করা হয়েছে। আশা করা হচ্ছে এটি বিশ্ব ডায়াবেটিস সংস্থার (IDF) তাল মিলিয়ে সকল দেশের নীতিনির্ধারকমণ্ডলী তাদের দেশের স্বাস্থ্যসেবা পরিকল্পনা উন্নয়ন কাঠামো তৈরি করবে। স্লোগানগুলো নিম্নরূপ: ডায়াবেটিস একটি মাত্র আলোচিত সর্বব্যাপী রোগ যা পৃথিবীতে মহামারি আকারে বিরাজ করছে। ২০১৭ সালে প্রতি ১১ জন প্রাপ্তবয়স্ক মানুষের একজন ডায়াবেটিসে আক্রান্ত ছিল (মোট ৪১৫ মিলিয়ন)। আর বিশ্বজুড়ে প্রতি ২ জন ডায়াবেটিসের রোগীর ১ জন  রয়ে গেছে। প্রতি ৬টি সন্তান প্রসবের ১টি মায়ের ডায়াবেটিসে আক্রান্ত। পৃথিবীর মানুষের স্বাস্থ্য খাতের মোট  ব্যয়ের ১২% এর বেশি চিকিৎসায় ব্যয় হলেও চার ভাগের তিন ভাগ ডায়াবেটিস রোগী নিম্ন অর্থবিত্তের দেশগুলোতে বসবাস করেন। ডায়াবেটিস যে পরিবারের উপর গোত্রীয় প্রভাব বিস্তার করে এবং এর জন্য পরিবারের সকল সদস্যের সহযোগিতা প্রয়োজন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রতি রোগীর পরিবারের সদস্যদের অংশ নেয়া জরুরি।
ডায়াবেটিস রোগীর চিকিৎসা ব্যয়ভার পরিবারেরই একটি স্বাস্থ্য ব্যয়। যারা ইনসুলিন নিচ্ছেন ও নিয়মিত রক্তের গ্লুকোজ মাপছেন তাদের এ খরচ নিত্যনৈমিত্তিক  পরিবারের খরচের অর্ধেকের সমান। তাই প্রতিটি ডায়াবেটিস রোগীর ক্রয় সাধ্যের মধ্যে ডায়াবেটিস চিকিৎসা সামগ্রীর প্রাপ্যতা নিশ্চিত করা বা চিকিৎসা নিশ্চিতকরণের প্রয়োজন, উদারতা প্রয়োজন। দেশভিত্তিক একটু ব্যতিক্রম থাকলেও বর্তমানে প্রতি ৪ জন সদস্যের ১ জনের ডায়াবেটিস শিক্ষা লাভের সুযোগ বিরাজ করছে। কিছু গবেষণা থেকে দেখা গেছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ কাঙ্ক্ষিত মাত্রায় নিতে গেলে পরিবারের সদস্যদের সহযোগিতা প্রয়োজন এবং যারা ডায়াবেটিস শিক্ষা পেয়েছেন তারাই সবচেয়ে উপযোগী সদস্য। তাই শুধু রোগীকে নয় ডায়াবেটিসের রোগীর পরিবারের সদস্যদের এই বিষয়ে গ্রহণযোগ্য শিক্ষা প্রদানে উদ্যোগী হতে হবে। ডায়াবেটিস রোগীদের মানসিক অবস্থার উন্নতির জন্য পরিবারের সদস্যদের হাত বাড়িয়ে দিতে হবে। উদারপন্থি পারিবারিক কাঠামো সহযোগিতাপূর্ণ সামাজিক ও সক্রিয় রাষ্ট্রীয় সেবা প্রদানকারী কর্মকাণ্ড ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে।
লেখক: সহকারী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status