বাংলারজমিন

মনোনয়ন কিনলেন ইলিয়াস পত্নী উজ্জীবিত নেতাকর্মীরা

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

১৪ নভেম্বর ২০১৮, বুধবার, ৯:১৫ পূর্বাহ্ন

 নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী দীর্ঘ সাড়ে ৬ বছর ধরে নিখোঁজ রয়েছেন। এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ২০১২ সালের ১৭ই এপ্রিল ঢাকা বনানী থেকে তার ব্যক্তিগত গাড়ি চালক আনসার আলীসহ নিখোঁজ হন তিনি। এম ইলিয়াস আলীর অবর্তমানে সিলেট-২ আসনে তার স্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি’র মনোনয়নপত্র সংগ্রহ করলেন। গতকাল দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট বিভাগীয় বুথ থেকে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র ক্রয় করেন। এদিকে মনোয়নপত্র ক্রয়ের খবর ছড়িয়ে পড়লে তার নির্বাচনী এলাকা ওসমানীনগর-বিশ্বনাথের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট করতে দেখা যায়। এতে দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত। জেলা বিএনপি নেতা ও ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী বলেন, আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী নিখোঁজ রয়েছেন। তার অবর্তমানে এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এমন ঘোষণার পর নেতাকর্মীর মধ্যে আনন্দ ফিরে এসেছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা বিপুল ভোটে নির্বাচিত হবেন। দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে তাহসিনা রুশদীর লুনা মানবজমিনকে বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে সারা দেশে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে। তিনি নিখোঁজ স্বামী ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য এলাকার সকল ভোটারের কাছে দোয়া কামনা করেন। বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেলে তিনি সিলেট-২ আসনের দুই উপজেলার সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানের পথ খুঁজতে টিম গঠন এবং সে অনুযায়ী নির্বাচনী ইশতেহার তৈরি করবেন। এক্ষেত্রে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status