বাংলারজমিন

নীলফামারীর ৪টি আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছেন ৩৫ জন

দীপক আহমেদ, নীলফামারী থেকে

১৪ নভেম্বর ২০১৮, বুধবার, ৯:১৫ পূর্বাহ্ন

নীলফামারী জেলায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা এতটাই দীর্ঘ যে, এলাকার সাধারণ মানুষতো দূরের কথা দলের নেতাকর্মীরাও অনেকের নামও শোনেননি, চেহারাও দেখেননি কোনো দিন। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া যেমন সৃষ্টি হয়েছে তেমনি নামসর্বস্ব নেতাকর্মীদের মনোনয়নপত্র সংগ্রহ করাকে কেউ কেউ ধৃষ্টতা দেখানোর শামিল বলেও মনে করছেন। ডোমার ও ডিমলা উপজেলা নিয়ে গঠিত নীলফামারী-১ সংসদীয় আসনে বর্তমান সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার ছাড়াও মনোনয়নপত্র নিয়েছেন, এ আসনের সাবেক এমপি ড. হামিদা বানু শোভা, ডোমার উপজেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল ইসলাম বাবুল, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, ঢাকা প্রবাসী ব্যারিস্টার ইমরান কবীর চৌধুরী জনি, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মনোয়ার হোসেন, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক দবিরুল ইসলাম রিপন, ছাত্রলীগ নেত্রী সরকার ফারহানা সুমি, সাবেক রাষ্ট্রদূত আমিনুল হোসেন। নীলফামারী-২ (সদর) আসনে দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব বর্তমান সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে একহাত দেখতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর উপ-কমিটির সদস্য মেহেদি হাসান ও কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সহসভাপতি নূরে আলম সিদ্দীকী রব্বু। এ ছাড়া আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। ওদিকে, জামায়তের ঘাঁটি বলে পরিচিত নীলফামারী-৩ (জলঢাকা) আসনেও ক্ষমতাসীন দলের প্রার্থীর ছাড়াছড়ি। বর্তমান এমপি গোলাম মোস্তফার জামায়াত প্রীতিসহ নানা অনিয়মের অভিযোগ এনে তার বিরুদ্ধে মনোনয়নপত্র  সংগ্রহ করেছেন, জলঢাকা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনছার আলী মিন্টু, সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় মানবাধিকার সদস্য ববিতা রানী সরকার, ঘাতক দালাল নির্মূল কমিটি জলঢাকা সভাপতি আব্দুল গফ্‌ফার, অধ্যাপক আব্দুল লতিফ মাহাদী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ জামান মনোনয়ন ফরম নিয়েছেন। অপরদিকে, অবাঙালি অধ্যুষিত উপজেলা সদর সৈয়দপুর ও কিশোরীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নীলফামারী-৪ আসনে ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশীর তালিকায় যুক্ত হয়েছে ১৪টি নাম। এখানে উপজেলা আওয়ামী লীগ বহু গ্রুপে বিভক্ত ও কোন্দলে জেরবার থাকায় জেলা আওয়ামী লীগ সভাপতি ও নীলফামারী পৌরমেয়র দেওয়ান কামাল আহমেদ নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করলেও শেষমেষ সে ইচ্ছা আতুর ঘরেই থেকে গেছে, সর্বশেষ নির্বাচনী বিধির কারণে। এ আসনে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আকতার হোসেন বাদল, অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন, উপজেলা চেয়ারম্যান মোকছেদুল মোমিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য আমেনা কোহিনুর আলম, সৈয়দপুর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, যুবলীগ নেতা মহসীন আলী রুবেল, হিটলার চৌধুরী ভুলু, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সরকার, কিশোরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ইঞ্জিনিয়ার সিকেন্দার আলী, ব্যারিস্টার মোকছেদুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাফিউল করিম নাফা, বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী পরিষদের প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম আমির আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status