খেলা

সাকিব-এনামুলের কীর্তিতে তাইজুল

স্পোর্টস ডেস্ক

১৪ নভেম্বর ২০১৮, বুধবার, ৯:০৪ পূর্বাহ্ন

টেস্ট ইতিহাসে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টানা তিন ইনিংসে পাঁচ উইকেটের রেকর্ড গড়লেন তাইজুল ইসলাম। এনামুল হক জুনিয়র ও সাকিব আল হাসানের কীর্তি স্পর্শ করেন এই বাঁহাতি স্পিনার। সব মিলিয়ে এক ইনিংসে পাঁচ উইকেট নেয়ার ৫১তম ঘটনা এটি। ইমরান খান, মাইকেল হোল্ডিং, ম্যালকম মার্শাল, গ্লেন ম্যাকগ্রা, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, চামিন্দা ভাস, মুত্তিয়া মুরালিধরন, ড্যানিয়েল ভেট্টরি, রঙ্গনা হেরাথের মতো কিংবদন্তি বোলারদের পাশে বসেন তাইজুল। গতকাল মিরপুর টেস্টের তৃতীয় দিনে তাইজুলের স্পিন ঘূর্ণিতে জিম্বাবুয়ের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩০৪ রানে। আর ২১৮ রানের লিড পায় বাংলাদেশ। সিলেট টেস্টে তাইজুলের ১১ উইকেটের (৬ ও ৫) কীর্তি ঢাকা পড়ে ব্যাটসম্যানদের ব্যর্থতায়। আর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও সাকিবের অনুপস্থিতি বুঝতে দেননি ২৬ বছর বয়সী তাইজুল। দ্বিতীয় দিনের একমাত্র উইকেট হ্যামিল্টন মাসাকাদজাকে (১৪) দিয়ে শুরু। আর গতকাল তাইজুল একে একে সাজঘরে পাঠান ডোনাল্ড তিরিপানো (৮), শন উইলিয়ামস (১১), সিকান্দার রাজা (০) ও শেষ ব্যাটসম্যান রেগিস চাকাবাকে (১০)। ইনজুরির কারণে পেসার তেন্দাই চাতারা ম্যাচ থেকে ছিটকে পড়ায় ৯ উইকেটে শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস। নিজের ২১তম টেস্টে উইকেটসংখ্যা ৮৫ তে নিয়ে গেছেন তাইজুল। টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে ষষ্ঠবার পাঁচ উইকেটের নৈপুণ্য দেখান তাইজুল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৮ বার পাঁচ উইকেট নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। ৭ বার পান সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক। আর চারবার করে পাঁচ উইকেটের কীর্তি রয়েছে মেহেদী হাসান মিরাজ ও পেসার শাহাদাত হোসেনের। বাংলাদেশের হয়ে টানা তিন ইনিংসে পাঁচ উইকেটের প্রথম রেকর্ড গড়েন এনামুল হক জুনিয়র। বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ জয়ের নায়ক এই বাঁহাতি স্পিনার। ওই ম্যাচেই এর সূচনা করেন তিনি। চট্টগ্রামে ২০০৫ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেন এনামুল। আর ঢাকায় ড্র হওয়া দ্বিতীয় টেস্টের দুই ইনিংস মিলিয়ে পান ১২ উইকেট (৭ ও ৫)। ১৫ টেস্টে ৪৪ উইকেট নেয়া এনামুলকে জাতীয় দলে সবশেষ দেখা গেছে ২০১৩ সালে। এনামুলের কীর্তির তিন বছর পর টানা তিন ইনিংসে পাঁচ উইকেটের পুনরাবৃত্তি টানেন সাকিব। ২০০৮ সালের নভেম্বর দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টেই বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারলেও বল হাতে উজ্জ্বল ছিলেন সাকিব। ব্লুমফন্টেইনে প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেয়ার পর সেঞ্চুরিয়ানে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তুলে নেন ৬ উইকেট। ওই বছরের ডিসেম্বরে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট হারের ম্যাচেও প্রথম ইনিংসে পাঁচ উইকেট দখলে নেন সাকিব। স্পর্শ করেন এনামুলের কীর্তি। এবার সেই তালিকায় যোগ হলেন তাইজুল। টেস্ট ক্রিকেটে একমাত্র বোলার হিসেবে সর্বোচ্চ টানা ৬ ইনিংসে পাঁচ উইকেট নেয়ার বিশ্ব রেকর্ড অস্ট্রেলিয়ার চার্লি টার্নারের। ১৮৮৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে এই দৃষ্টান্ত স্থাপন করেন এই ডানহাতি পেসার। টানা পাঁচ ইনিংসে পাঁচ উইকেট নেয়ার কীর্তি রয়েছে তিনজনের। এরা হলেন ইংল্যান্ডের টম রিচার্ডসন, স্যার অ্যালেক বেডসার ও ওয়েস্ট ইন্ডিজের শেন শিলিংফোর্ড। আর ১৩ বার টানা চার ইনিংসে পাঁচ উইকেট নেয়ার প্রদর্শনী দেখে টেস্ট ক্রিকেট। এরা হলেন জনি ব্রিগস, সিডনি বার্নস, জিম লেকার ও ফ্রেড ট্রুম্যান (ইংল্যান্ড), ডেনিস লিলি, রডনি হগ ও শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), ইমরান খান, ওয়াকার ইউনুস ও সাকলাইন মুস্তাক (পাকিস্তান), ম্যালকম মার্শাল (ওয়েস্ট ইন্ডিজ), হরভজন সিং (ভারত), মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা)। তাইজুলের আগে সবশেষ টানা তিন ইনিংসে পাঁচ উইকেটের নৈপুণ্য দেখান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। গত জুলাইয়ে কিংস্টনে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর অক্টোবরে হায়দরাবাদে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন এই অলরাউন্ডার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status