বাংলারজমিন

বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীকে এক মামলায় রিমান্ড ও আরেকটিতে গ্রেপ্তার দেখানোর শুনানি আজ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

১৪ নভেম্বর ২০১৮, বুধবার, ৮:৫৭ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ক এবং একাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ ও কুমিল্লা-১০ আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি মনিরুল হক চৌধুরীকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার দুটি মামলার একটিতে ৭ দিনের রিমান্ড এবং আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে পুলিশের দাখিলকৃত পৃথক ২টি আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে আজ বুধবার। কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ৯নং আমলী আদালতে পুলিশের ওই দুটি আবেদনের শুনানি হবে। এদিকে জেলার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের পেট্রোল বোমায় বাসের ৮ যাত্রী হত্যা মামলায় গত ৪ঠা নভেম্বর হাইকোর্ট থেকে মনিরুল হক চৌধুরীর জামিন আদেশ হলেও ওই দুটি মামলার কারণে তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন বলে জানা গেছে।

আদালত ও মনিরুল হক চৌধুরীর আইনজীবী সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩রা ফেব্রুয়ারি জেলার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় বাসের ৮ যাত্রী নিহতের মামলায় চলতি বছরের ১১ই ফেব্রুয়ারি তিনি (মনিরুল হক চৌধুরী) হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে ৭ই মার্চের মধ্যে কুমিল্লা জেলা জজ আদালতে হাজির হওয়ার আদেশ দেন হাইকোর্ট। তিনি আদালতে হাজির হয়ে আবেদন করলে তার অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ হয় এবং সেই থেকে জামিনে ছিলেন। গত ২৪শে অক্টোবর আদালত তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণের আদেশ দেন। এ মামলায় হাইকোর্ট থেকে গত ৪ঠা নভেম্বর মনিরুল হক চৌধুরীর জামিন আদেশ হয়েছে। এদিকে গত ১৩ই সেপ্টেম্বর সদর দক্ষিণ মডেল থানায় পুলিশের দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় (নং-৩৪/১৮) মনিরুল হক চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর জন্য গত ৪ঠা নভেম্বর থানার ওসি (তদন্ত) কমল কৃষ্ণ ধর কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ৯নং আমলী আদালতে আবেদন করেন। আদালত ১২ই নভেম্বর (সোমবার) মনিরুল হক চৌধুরীর উপস্থিতিতে ওই আবেদনের শুনানির আদেশ দেন। কিন্তু তিনি অসুস্থ থাকায় ওই তারিখ পিছিয়ে আদালত আজ বুধবার (১৪ই নভেম্বর) তারিখ ধার্য করেন। এছাড়া একই থানায় গত ২১শে অক্টোবর বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়ের করা অপর একটি মামলায় (নং-৩২/১৮) থানার এসআই খাদেমুল বাহার গত ৬ই নভেম্বর আদালতে আবেদন করলে ওই মামলায় মনিরুল হক চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন ৭ই নভেম্বর মনিরুল হক চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ওই এসআই একই আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত তার উপস্থিতিতে ওই রিমান্ড আবেদনেরও শুনানির দিন ধার্য করেন আজ বুধবার। মনিরুল হক চৌধুরীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল মোতালেব মজুমদার জানান, চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের পেট্রোল বোমায় বাসের আট যাত্রী নিহতের মামলায় মহামান্য হাইকোর্ট থেকে গত ৪ঠা নভেম্বর মনিরুল হক চৌধুরীর জামিন আদেশ হয়েছে। পুলিশ একই দিন (৪ঠা নভেম্বর) সন্ত্রাস বিরোধী আইনের একটি এবং ৬ই নভেম্বর বিশেষ ক্ষমতা আইনের আরো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করে। এরমধ্যে একটি মামলায় রিমান্ড চেয়ে আবেদনও করেছে পুলিশ। আমরা তার জামিন চেয়েছি। আদালত তার উপস্থিতিতে আবেদনগুলোর শুনানির জন্য বুধবার দিন ধার্য করে আদেশ দিয়েছেন। তিনি বলেন, ওই ৩টি মামলার এজাহারেও মনিরুল হক চৌধুরীর নাম নেই। তিনি আসন্ন সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) ও কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই) আসন থেকে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং উভয় আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে তার পক্ষে মঙ্গলবার দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের স্থানীয় নেতাকর্মীরা। বিষয়টি বিজ্ঞ আদালতকে অবহিত করা হবে। নির্বাচনে অংশগ্রহণ ও তার বয়সের বিষয়টি বিবেচনায় আদালতে ন্যায় বিচার পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. মামুন-অর-রশিদ পিপিএম জানান, দুটি মামলার ঘটনার সঙ্গে মনিরুল হক চৌধুরীর সম্পৃক্ততার সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে, তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য একটি মামলায় ৭ দিনের পুলিশ রিমান্ড এবং অপর একটি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status