বাংলারজমিন

টু ক রো সং বা দ

১৪ নভেম্বর ২০১৮, বুধবার, ৮:৫৬ পূর্বাহ্ন


মেহেরপুর জামায়াত নেতা আটক
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি:  মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দীন খাঁনকে আটক করেছে পুলিশ। মাওলানা তাজউদ্দীন খাঁন জেলার মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের আবুল হোসেনের ছেলে। এবং মানিকনগর ডিএস আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক। মঙ্গলবার সকালে তাকে মেহেরপুর আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

ইবির দুই কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। চাকরির প্রলোভনে মোটা অঙ্কের টাকা নেবার অভিযোগে তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন- আইন ও শরীয়াহ্‌ অনুষদের সহকারী রেজিস্ট্রার মো. উমর আলী ও পরিবহন অফিসের গাড়ি চালক মুন্সি তারিকুল ইসলাম। ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি করেছেন ভিসি প্রফেরস ড. হারুন-উর-রশিদ আসকারী। সোমবার রেজিস্ট্রার অফিসের এক তথ্য মতে এসব জানানো হয়।

কালীগঞ্জে ডাকাতি
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের  বাড়িতে  ডাকাতির ঘটনা ঘটেছে  এসময় স্বর্ণাংলকার মালামাল লুট করা হয়েছে, বাধা দিতে গেলে মহিলাসহ তিনজনকে কুপিয়ে আহত করেছে ডাকাতরা। এলাকাবাসী জানান, গেল রাত ১টার সময় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আমজেদ মন্ডলের বাড়ীর প্রধান গেট ভেঙে ৮/৯ জন ডাকাত দল  ঘরে প্রবেশ করে ৪ভরি স্বর্ণাংলকার, ৬টি মোবাইল ফোন সহ মালামাল লুট করে এ সময় তাদের বাধা দিতে গেলে গৃহকর্তা আমজাদ মন্ডল (৬০), তার স্ত্রী মনোয়ারা বেগম (৫০) ছেলে আজাদ মন্ডল (৩০)কে কুপিয়ে পালিয়ে যায়।

নড়াইলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নড়াইল প্রতিনিধি: নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশু মমিনুলের (সাড়ে তিন বছর) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে সদরের মাইজপাড়া ইউনিয়নের চারিখাদা গ্রামে এ ঘটনা ঘটে। মুমিনুল ওই গ্রামের শরিফুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির পুকুরের পানিতে খেলা করছিল মুমিনুল। এক পর্যায়ে সে পুকুরে ডুবে যায়। পরে মৃত অবস্থায় মমিনুলের লাশ পুকুরে ভেসে উঠলে পরিবারের সদস্যরা উদ্ধার করেন।

লক্ষ্মীপুরে যুবককে গলা কেটে হত্যা
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে কুশাখালীর কল্যানপুর এলাকায় রাসেল হোসেন নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যার পর গাছের সাথে ঝুলিয়ে রাখে দুর্বত্তরা। দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতার মর্গে পাঠানো হয়েছে। নিহত রাসেল পূর্ব


কল্যানপুর গ্রামের মাইন উদ্দিনের ছেলে।
পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী কোতোয়ালীবাগ গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে দিলীপ কুমারের স্ত্রী দিপ্তী রানী (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা বজলার রহমান জানান, গৃহবধূ বাড়িতে হাঁসুয়া দিয়ে পুঁই শাকের ঝাংলা থেকে শাক কাটার সময় বিদ্যুতের তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status