বিশ্বজমিন

শ্রীলঙ্কায় আগাম নির্বাচন স্থগিত করলো সুপ্রিম কোর্ট

মানবজমিন ডেস্ক

১৩ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ৭:২০ পূর্বাহ্ন

শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা দেশের সংসদ ভেঙ্গে দেয়ার বিষয়ে যে আদেশ জারি করেছিলেন, দেশটির সুপ্রিম কোর্ট তা বাতিল ঘোষণা করেছে। একই সঙ্গে আগামী ৫ই জানুয়ারি নির্ধারিত আগাম নির্বাচন স্থগিত ঘোষনা করেছে কোর্ট।  মঙ্গলবার সন্ধ্যায় কড়া নিরাপত্তার মধ্যে এ রায় ঘোষণা করে সুপ্রিম কোর্টের তিন বিচারক। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।

সুপ্রিম কোর্টের দেয়া এ রায়ের মধ্য দিয়ে শ্রীলংকার রাজনৈতিক পরিস্থিতি আবারো নাটকীয় মোড় নিয়েছে। সংবিধান অনুসারে প্রেসিডেন্টের একক ক্ষমতাবলে জারি করা নির্দেশনা সুপ্রিম কোর্ট বাতিল ঘোষণা করায় কার্যত বিপাকে পড়েছেন মাইথ্রিপালা সিরিসেনা। প্রধান বিচারপতি নলিন পেরেরার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চ কোর্টের রায় পড়ে শোনান। এসময় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। মোতায়েন করা হয় ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ ও কমান্ডোদের।

উল্লেখ্য, গত ২৬শে অক্টোবর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। একই দিনে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ান। এর পর থেকেই দেশটির রাজনীতিতে অস্থিরতা চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status