এক্সক্লুসিভ

খুলনায় আওয়ামী লীগে নতুন মুখের আধিপত্য

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

১৩ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:৩১ পূর্বাহ্ন

জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। দলের নীতি-নির্ধারক ও নির্বাচনী এলাকার মানুষের মন জয়ে দৌড়ঝাঁপ বাড়িয়ে দিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেতে চলছে চূড়ান্ত লবিং আর গ্রুপিং। এর মাঝেও চলছে নানাভাবে নির্বাচনী প্রচার প্রচারণা ও শোডাউন।
খুলনার ৬টি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এবার অনেক তরুণ নেতা মনোনয়ন পেতে পারেন। নৌকার জয় নিশ্চিত করতে বিভিন্ন আসনে বিতর্কিত, ব্যর্থ সংসদ সদস্য ও মন্ত্রীর বদলে তরুণ পরিচ্ছন্ন ভাবমূর্তির নতুন মুখ আশা করছেন তৃণমূলের নেতাকর্মীরা। স্বচ্ছ ভাবমূর্তি, জনগণের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে, এলাকায় সুপরিচিত, সৎ, মানুষের কল্যাণে কাজ করেন, দক্ষ সংগঠক, নিষ্ঠাবান ও শিক্ষিত তরুণদের দলীয় প্রতীক দেয়ার দাবিও জানিয়েছেন।
খুলনা-১ আসনে (বটিয়াঘাটা-দাকোপ) আসন্ন নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ নেতা শ্রীমন্ত অধিকারী রাহুল। তার সঙ্গে প্রচারণা চালাচ্ছেন দাকোপ উপজেলা চেয়ারম্যান শেখ আবুল হোসেন ও বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান।   
এ ছাড়া খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশীদ এবং বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি পঞ্চানন বিশ্বাসও মনোনয়ন প্রত্যাশী। সাবেক সংসদ সদস্য ননী গোপাল মণ্ডল মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন।
খুলনা-২ (সদর ও সোনাডাঙ্গা মেট্রো থানা এলাকা) আসনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ সালাউদ্দিন জুয়েলকে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে খুলনা-২ আসনের প্রার্থী ঘোষণা করেছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। ২৬শে অক্টোবর জমকালো আয়োজনের মধ্যে দিয়ে খুলনা-২ আসনে নির্বাচনের প্রচারণা শুরু করেছেন শেখ সালাহ উদ্দিন জুয়েল।
যদিও বর্তমান সংসদ সদস্য মিজানুর রহমান মিজান আসনটিতে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষে শেখ জুয়েলের মনোনয়ন ঘোষণায় মিজান প্রচারণা বন্ধ করেছেন।
খুলনা-৩ আসন (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) শিল্পাঞ্চল হিসেবে খ্যাত। এ আসনের নতুন মুখ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন বলে মনে করছেন তার সমর্থকরা। যদিও এখানকার বর্তমান সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ানও নির্বাচনের প্রচারণা 
 চালাচ্ছেন। এসএম কামাল বলেন, আমি দলের কাছে মনোনয়ন প্রত্যাশা করবো। যাচাই-বাছাই করে দলের সভানেত্রী যে সিদ্ধান্ত নেবেন আমি মেনে নেব। মনোনয়ন না দিলেও দলকে সুসংগঠিত রেখে কাজ করবো। আর দিলে তো নির্বাচন করবোই।
খুলনা-৪ আসনে (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) জেলা আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জামাল ও সদ্যপ্রয়াত এমপি এসএম মোস্তফা রশিদী সুজার ছেলে খালেদিন রশিদী সুকর্ণসহ বেশ কয়েকজন নতুন মুখ মনোনয়ন প্রত্যাশা করছেন। যদিও সমপ্রতি উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর মনোনয়ন পাল্লা বেশি ভারি।
খুলনা-৫ আসনে (ফুলতলা-ডুমুরিয়া) খুলনা থেকে প্রকাশিত  দৈনিক প্রবর্তন সম্পাদক ও ডুমুরিয়ার গুটুদিয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা সরোয়ার নতুন মুখের তালিকায় রয়েছেন সবার শীর্ষে। এ ছাড়া মনোনয়ন প্রত্যাশী রয়েছেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি অর্থনীতিবিদ অধ্যাপক ড. এম মাহাবুব উল ইসলাম এবং বর্তমান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
বর্তমান সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে নানা অভিযোগকে কাজে লাগিয়ে নতুন কেউ এ আসনে আসতে পারেন বলে মনে করছেন তৃণমূলের অনেক নেতাকর্মী। এক্ষেত্রে ক্লিন ইমেজের অধিকারী মিডিয়া ব্যক্তিত্ব ও ৬ বারের দেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান তরুণ মোস্তফা সরোয়ার এগিয়ে রয়েছেন বলে অনেকে মনে করছেন।
খুলনা-৬ আসনে (কয়রা-পাইকগাছা) জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাবু তরুণ সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের (চুয়েট) ছাত্রলীগের সাবেক সভাপতি প্রেম কুমার মণ্ডল মনোনয়ন প্রত্যাশায় গণসংযোগ করছেন। বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ নুরুল হক ও সাবেক সংসদ সদস্য সোহরাব আলী সানাও মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status