শেষের পাতা

মোহাম্মদপুরে সংঘর্ষ

গ্রেপ্তার যুবলীগ নেতার জামিন

স্টাফ রিপোর্টার

১২ নভেম্বর ২০১৮, সোমবার, ৯:৪৪ পূর্বাহ্ন

রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে দুই কিশোর নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার আদাবর থানা যুবলীগের আহ্বায়ক  আরিফুল ইসলাম তুহিনের জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মুকুল রঞ্জন দেবনাথ তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামির আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী রিমান্ড আবেদন নামঞ্জুর করে জামিন মঞ্জুর করেন।

এর আগে মোহাম্মদপুর থানা পুলিশ গতকাল ভোরে তাকে সাভার থেকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি গতকাল সকালে নিহত আরিফ হোসেনের বাবা মো. ওমর ফারুক হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলা নং ৪৯। মামলায় অভিযোগ আনা হয়েছে পরস্পর যোগসাজসে বেআইনিভাবে আক্রমণ করে সাধারণ ও গুরুতর জখম করে হত্যা। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) এ কে আজাদ যুবলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে  মানবজমিনকে বলেন, দুই কিশোর নিহতের ঘটনায় আমরা তাকে গ্রেপ্তার করেছিলাম। এই ঘটনায় হয়তো তার যোগসাজস থাকতে পারে। সুষ্ঠু তদন্তের জন্য গতকালই তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। কিন্তু আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেছেন।

শনিবার সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর) আসন থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য সমর্থকদের নিয়ে এক গাড়ি বহরের আয়োজন করেন। সে মোতাবেক সকালে আদাবরের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে জড়ো হয়ে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে যাওয়ার সময় তাদের ওপর অতর্কিত হামলা করা হয়। আদাবর-১০, আদাবর-১৬, গোল্ডেন স্ট্রিট, ঢাকা হাউজিং, শনিরবিল, মেহেদীবাগ, নবোদয় হাউজিংয়ের লোহার গেট এলাকার মোহাম্মদিয়া হোমস, শম্পা মার্কেটসহ আরো একাধিক স্থানে  হকিস্টিক, চাপাতি, ইট, রড, লাঠি দিয়ে হামলা করা হয়। এই হামলায় মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের  লোহারগেট এলাকার মোহাম্মদিয়া হোমস এলাকায় আরিফ হোসেন ও সুজন নামের দুই কিশোর নিহত হয়।

এছাড়া অন্যান্য এলাকায় মারাত্মভাবে আহত হন আরো ১৪ জন নেতাকর্মী। হামলার পর আহত নেতাকর্মীরা অভিযোগ করেন বর্তমান এমপির নির্দেশে যুবলীগ নেতা তুহিনের নেতৃত্বে এই হামলা করা হয়েছে। বিকালে সাদেক খান অবশ্য এই হামলা মাদক ব্যবসায়ীরা করেছে বলে গণমাধ্যমকে জানান। আর প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পাশাপাশি দুদিনের মধ্যে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status