এক্সক্লুসিভ

নি র্বা চ নী হা ল চা ল, টাঙ্গাইল ৮

বঙ্গবীরের মাঠে নতুন হিসাবনিকাশ

এম কে ভূঁইয়া সোহেল, বাসাইল (টাঙ্গাইল) থেকে

১২ নভেম্বর ২০১৮, সোমবার, ৮:৫৯ পূর্বাহ্ন

টাঙ্গাইল-৮ আসনটি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বীরউত্তমের নির্বাচনী এলাকা। বাসাইল এবং সখীপুর উপজেলা নিয়ে গঠিত দেশের আলোচিত এই আসন। এ আসনে ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৪৬ হাজার ৬ শ’ ৪৫ জন। বিএনপির হেভিওয়েট প্রার্থী বলে পরিচিত দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাড. আহমেদ আযম খান এ আসন থেকে নির্বাচন করে আসছেন। এই আসনটির বর্তমান এমপি অনুপম শাহজাহান জয়।
কাদের সিদ্দিকী, বীরউত্তম আওয়ামী লীগ থেকে বের হয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠার পর এই আসনটি সাধারণ ভোটারদের কাছে বঙ্গবীরের মাঠ বলে পরিচিত। এ আসনের নির্বাচনী মাঠে আওয়ামী লীগ এবং বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী থাকায় ত্রিমুখী লড়াইয়ের কারণে জাতীয় নির্বাচনে বিশেষ গুরুত্ব বহন করে।
১৯৭৩ সালে ১ম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হুমায়ূন খালিদ, ১৯৭৯ সালে ২য় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী মুর্শেদ আলী খান পন্নী, ১৯৮৬ সালে ৩য় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান, ১৯৮৮ সালে ৪র্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মোর্শেদ আলী খান পন্নী,  ১৯৯১ সালে ৫ম এবং ১৯৯৬ সালের ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হুমায়ূন খান পন্নী, ১৯৯৬ সালে ৭ম জাতীয় সংসদ নির্বাচনে  আওয়ামী লীগ প্রার্থী বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম, ১৯৯৯ সালে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান, ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম, ২০০৮ সালে ৯ম এবং ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান নির্বাচিত হন। কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান নির্বাচিত হওয়ার ক’সপ্তাহ পরই তার মৃত্যু হয় এবং উপনির্বাচনে তারই পুত্র অনুপম শাহজাহান জয় বিজয়ী হয়ে পিতার রাজনৈতিক আদর্শ এবং এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সামনের নির্বাচনেও মনোনয়নের প্রতিযোগিতায় মাঠে রয়েছেন। বাসাইল-সখীপুরের কম এলাকাই রয়েছে যেখানে উন্নয়নের পরিবর্তনে তরুণ এ প্রতিযোগীর হাতের স্পর্শ লাগেনি। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবারও তিনি দলীয় মনোনয়ন পাবেন মনে করছেন তার কর্মী-সমর্থকরা। আওয়ামী লীগের মনোনয়ন প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এরশাদবিরোধী আন্দোলনে টাঙ্গাইলের অগ্রদূত বলে খ্যাত করটিয়া সরকারি সাদত বিশ্ববিদ্যালয়ের দুইবারের সাবেক ভিপি অ্যাড. জোয়াহেরুল ইসলাম। বাসাইল-সখীপুরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেশির ভাগই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নির্বাচিত হওয়ার মূলে তার দক্ষ প্রার্থী বাছাইকেই প্রকৃত কারণ বলে মনে করছেন স্থানীয় নেতৃবৃন্দ। টাঙ্গাইলে  আওয়ামী লীগ রাজনীতির মাঠে সুশৃঙ্খলা প্রতিষ্ঠায় তিনি সুনাম অক্ষুণ্ন রেখেছেন। গণসংযোগ, মোটরসাইকেল শোভাযাত্রা, কুশল বিনিময়ে তিনি মাঠে সময় পার করছেন। এসব কারণে বাসাইল-সখীপুরের  নেতাকর্মীদের মাঝে তার ব্যাপক প্রভাব রয়েছে এবং দলীয় মনোনয়নের প্রতিযোগীতায় তিনি জয়ী হবেন বলে তার সমর্থকদের দাবি।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বাসাইল-সখীপুরের বিএনপির রাজনীতির একমাত্র কর্ণধার হিসেবে পরিচিত অ্যাড. আহমেদ আযম খান এই আসনের প্রার্থী হিসেবে দুইবার নির্বাচন করেছেন। বাসাইল-সখীপুরের উপজেলা, ইউনিয়ন নেতাকর্মীদের অভিযোগ উপজেলা পর্যায়ে কোনো দলীয় কার্যক্রম তো দূরে থাক আমাদের নেতা অ্যাড. আহমেদ আযম খান নির্বাচনী প্রচারণায় বের হলেই পরের দিনই তার নামে মামলা দেয়া হচ্ছে। এ আসনে  বিএনপির মনোনয়ন আযম খানই পাবেন বলে তাদের দাবি।
ওদিকে বাসাইল উপজেলা বিএনপির দুইবারের সাবেক সভাপতি এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম বাসাইল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নের প্রত্যাশী বলে ঘোষণা দেন। তখন থেকেই বাসাইল-সখীপুরে তিনি তার কর্মী-সমর্থকদের নিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন। তাছাড়া সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির কোনো কোনোটি তার নেতৃত্বে পালন করা হচ্ছে। বাসাইল-সখীপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। তিনি মনোনয়ন পাবেন বলে তার সমর্থকদের দাবি।
সম্প্রতি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, বীরউত্তম ঐক্যফ্রন্টে যোগ দেয়ার পর এ আসনের বিভিন্ন দলীয় প্রার্থীদের হিসাবনিকাশ বদলে গেছে। প্রাণ ফিরে পেয়েছে বঙ্গবীরের কর্মী- সমর্থক এবং বঙ্গবীরপ্রেমী সাধারণ মানুষ। মহান মুক্তিযুদ্ধে বাসাইল-সখীপুর ছিল তার মূল প্রাণকেন্দ্র। যার কারণে সাধারণ মানুষকে স্বস্তি ফিরিয়ে দিতে এই আসনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, বীরউত্তম নির্বাচন করবেন বলে জানান কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা, বীরপ্রতীক। বঙ্গবীর সমর্থকরা জানান, আমাদের প্রচারণাও চলছে বঙ্গবীরের নামের উপর। আর ঐক্যফ্রন্ট নির্বাচনে গেলে তিনিই হবেন এ আসনে ফ্রন্টের কাণ্ডারি।
এ ছাড়া শ্রমিক লীগের সাবেক সভাপতি আবদুস সালাম খান, তাঁত বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী একেএম আসাদুল হক তালুকদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আতাউল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সরকার মুহ. আরিফুজ্জামান ফারুক, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত শিকদার, ছাত্রলীগের কার্যকরী সংসদের সাবেক সদস্য অধ্যক্ষ সাঈদ আজাদ, আওয়ামী লীগের মনোনয়নের প্রতিযোগিতায় বাসাইল-সখীপুরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
বিএনপি থেকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন শিল্প বিষয়ক সম্পাদক ও সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব, জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কাজী আশরাফ সিদ্দিকী ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সিনিয়র ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল বাদল নিজ নিজ দলের ব্যানারে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status