এক্সক্লুসিভ

জাতীয় পার্টির মনোনয়ন বিতরণ

স্টাফ রিপোর্টার

১২ নভেম্বর ২০১৮, সোমবার, ৮:৩৬ পূর্বাহ্ন

জাতীয় পার্টি (জাপা)-এর দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। গতকাল সকালে রাজধানীর গুলশানের ইমানুয়েলস মিলনায়তনে পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ মনোনয়নপত্র সংগ্রহ করে কার্যক্রমের উদ্বোধন করেন। এরশাদের পরপরই জাপার সিনিয়র নেতারা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে এরশাদ বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। সকলের পূর্ণ সমর্থন পেলে জাপা ক্ষমতায় যাবে। এসময় নির্বাচনী লড়াইয়ে সবাইকে একসঙ্গে থাকারও অনুরোধ করেন এরশাদ। এদিকে পূর্ব নির্ধারিত দলীয় মনোনয়ন ফরম তিনি নিজে ৩০ হাজার টাকায় সংগ্রহ করে পার্টির নেতাকর্মীদের জন্য ১০ হাজার টাকা কমিয়ে ২০ হাজার টাকা করে দেন।
এরশাদ এ বছর তিনটি আসন থেকে নির্বাচন করতে চান। এগুলো হচ্ছে ঢাকা-১৭, রংপুর-৩ ও সাতক্ষীরা-৪। গতকাল  
 তিনি ঢাকা-১৭ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম কিনেন। এরশাদের পরেই দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। তিনি ময়মনসিংহ-৪ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ ছাড়া লালমনিরহাট-৩ আসনের জন্য মনোনয়ন কিনেন কো-চেয়ারম্যান জিএম কাদের, পটুয়াখালী-১ এর মনোনয়ন কিনেন মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। গতকাল জাপার মোট ৫৫৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। মনোনয়ন বিক্রি চলবে আরো দুইদিন। সোম এবং মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
এদিকে প্রথমদিনের মনোনয়ন ফরম বিক্রি শেষে প্রেস ব্রিফিং করেন পার্টি মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, মহাজোট নিয়ে আলোচনা চলছে, দু’একদিনের মধ্যেই ঘোষণা আসবে। জাতীয় পার্টি নির্বাচনের জন্য যেকোনো সময় প্রস্তুত আছে। তবে নির্বাচনের তারিখ পরিবর্তন করা না করা নির্বাচন কমিশনের এখতিয়ার। জাপা মহাসচিব আশা প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির অংশগ্রহণে নির্বাচন উৎসবমুখর হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status