খেলা

মিলারের রিভিউ নিয়ে বিতর্কের ঝড়

স্পোর্টস ডেস্ক

১১ নভেম্বর ২০১৮, রবিবার, ৩:৫৪ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলার। ব্যাট হাতে ১৩৯ রানের এক অসামান্য ইনিংস খেলেছেন মিলার। ডু প্লেসি করেছেন ১২৫ রান। তবে মিলারের একটি রিভিউ নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৩৩তম ওভারে মিলারের বিপক্ষে একটি এলবিডব্লিউর আবেদন করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। মিলার তখন ৪১ রানে ব্যাট করছিলেন। ম্যাক্সওয়েলের আবেদনে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার আলিম দার। এরপর মিলারের সঙ্গে কিছুক্ষণ পরামর্শ করে রিভিউর আবেদন করেন ডু প্লেসি। পরে মিলারও রিভিউর আবেদন করেন। রিভিউতে বেঁচে যান মিলার। কিন্তু এই আবেদন প্রক্রিয়া নিয়ে শুরু হয় বিতর্ক। কারণ আইসিসির নিয়ম অনুযায়ী, আউট হওয়া ব্যাটসম্যানই কেবল রিভিউর আবেদন করতে পারবেন। কিন্তু মিলারের ক্ষেত্রে প্রথমে রিভিউর আবেদন করেন ডু প্লেসি। পরে যদিও মিলার আবেদন করেছিলেন। পাশাপাশি সিদ্ধান্তের ১৫ সেকেন্ডের মধ্যে আবেদন করতে হয়। ফক্স নিউজের দাবী অনুযায়ী ১৮ সেকেন্ডের সময় আবেদন করেছিল দক্ষিণ আফ্রিকা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status