শেষের পাতা

সরকার আগে থেকেই একতরফা জয় ঘোষণা করে রেখেছে

স্টাফ রিপোর্টার

১১ নভেম্বর ২০১৮, রবিবার, ৯:৪১ পূর্বাহ্ন

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। একই সঙ্গে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে পুনরায় তফসিল ঘোষণার দাবি জানান তারা। তফসিল বাতিলের দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানায় বাম জোটের নেতারা। সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতারা বলেন, নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য বাম জোট দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এ লক্ষ্যে তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দেয়া, দল-নিরপেক্ষ নির্বাচনকালীন তদারকি সরকার গঠনসহ নির্বাচনের পরিবেশ তৈরির জন্য নির্বাচন কমিশনের কাছে বারবার দাবি জানিয়ে আসছে। তারা বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপেও এসব সুনির্দিষ্ট দাবি লিখিত আকারে তুলে ধরেছি আমরা। যার ফলাফল সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ্যে জানানোর কথা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু হঠাৎ করেই সংলাপ সম্পর্কিত প্রধানমন্ত্রীর নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে।

অন্যদিকে সংলাপের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তড়িঘড়ি করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে দিয়েছে। যা রাজনৈতিক পরিস্থিতি জটিল করে দিয়েছে। তারা বলেন, এটা সরকারের নির্দেশে নির্বাচন কমিশন একতরফা নির্বাচনের একটি প্রেক্ষাপট তৈরির অপচেষ্টা করছে। একতরফা নির্বাচনের জন্য সরকারের ছক অনুযায়ীই নির্বাচন কমিশন একতরফাভাবে এই তফসিল ঘোষণা করেছে। কিন্তু এই একতরফা তফসিল জনগণ বরদাশত করবে না। সরকার ও নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে এই বাম নেতা বলেন, যদি ২৪ ঘণ্টার মধ্যে ঘোষিত তফসিল বাতিল এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে পুনঃতফসিল ঘোষণা না করা হয়, তাহলে নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভের ঘোষণা দেবে বাম গণতান্ত্রিক জোট। বিক্ষোভ সমাবেশে জোটের শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সরকার একদিকে বলছে তারা সুষ্ঠু নির্বাচন দেবে। অন্যদিকে তারা আগে থেকেই তাদের একতরফা জয় ঘোষণা করে রেখেছে।

তিনি বলেন, ১৯৯৫ সালে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না বলে সারা দেশে আন্দোলন করেছিল আওয়ামী লীগ। চলমান সরকার ব্যবস্থা ভেঙে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার পরই তারা নির্বাচনে গিয়েছিলেন। কিন্তু আজকে তারাই বারবার সংবিধানের দোহাই দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, জনগণের জন্য যা কিছু দরকার তার সব কিছুই সংবিধানের মাধ্যমে করা সম্ভব। কেননা সংবিধান সংসদের একটি পরিপূরক ব্যাপার। বাম গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়ক সাইফুল হকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, বাসদ কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা মানস নন্দী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status