শেষের পাতা

নি র্বা চ নী হা ল চা ল, কুমিল্লা ৯

আওয়ামী লীগে তাজুল ইসলাম বিএনপিতে কে?

কামরুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) থেকে

১১ নভেম্বর ২০১৮, রবিবার, ৯:৩৮ পূর্বাহ্ন

লাকসাম-মনোহরগঞ্জ দু’টি উপজেলা নিয়ে কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা। লাকসামে একটি পৌরসভাসহ ৮টি ইউনিয়ন ও মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে এ আসন গঠিত। কে কোন দল থেকে মনোনয়ন পাবেন এ নিয়ে আলোচনার ঝড় বইছে। তবে
আওয়ামী লীগ থেকে বর্তমান সংসদ সদস্য বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ সম্পর্কৃত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের মনোনয়ন প্রায় নিশ্চিত।

অপর দিকে বিএনপি থেকে কে মনোনয়ন পাচ্ছেন? কেন্দ্রীয় শিল্প বিষক সম্পাদক ও উপজেলা বিএনপি’র সভাপতি শিল্পপতি আবুল কালাম, না সাবেক এমপি কর্নেল (অব.) এম. আনোয়ারুল আজিম। এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

স্বাধীনতার পর থেকে এ আসনে আওয়ামী লীগ ৪ বার বিএনপি ৪ বার ২ বার জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হন। লাকসাম-মনোহরগঞ্জ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬১ হাজার ৫শ’। এর মধ্যে ১ লাখ ৭৯ হাজার ৪শ’ নারী ভোটার। ১৯৯৪ সালে তৎকালীন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম সুরুজের মৃত্যুর পর আওয়ামী লীগের দুঃসময়ে কঠিন চ্যালেঞ্জের মুখে দলের মনোনয়ন পান এমপি তাজুল ইসলাম। তার নেতৃত্বে এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে তাজুল ইসলাম এমপি নির্বাচিত হন। ৩ বার এমপি নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ সম্পর্কৃত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেন।

নিজ আসন লাকসাম ১০০% ও মনোহরগঞ্জে ৯৮% বিদ্যুতায়ন করেন। সার্বিক বিচারে তাজুল ইসলাম এমপি বলেন, আগামী নির্বানে এলাকাবাসী আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করলে দু’উপজেলার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা হবে। এলাকার বিপুলসংখ্যক নারী ভোটার। নির্বাচিত হলে তাদের যোগ্যতা অনুসারে বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দেয়া হবে। লাকসাম-নোয়াখালী বাইপাস রাস্তার নিদিষ্ট স্থানে শিল্পকারখান স্থাপন করে বেকার সমস্যার সমাধান করা হবে। তাদের মধ্যে রয়েছে সাবেক ছাত্রদল নেতা শফিকুর রহমান।
অপরদিকে বিএনপি থেকে শিল্পপতি আবুল কালাম, কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম ছাড়াও কয়েকজন মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।

কেন্দ্রীয় বিএনপি’র শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় ১৯৮২ সাল থেকে ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম। পরবর্তীতে আমি বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়ি। বর্তমানে জেলা বিএনপি’র সহ সভাপতি, কেন্দ্রীয় বিএনপি’র শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। একাদশ সংসদ নির্বচনে বিএনপি যদি অংশগ্রহণ করে তাহলে আমার মনোনয়ন নিশ্চিত। ওদিকে, সাবেক এমপি হিসেবে কর্নেল (অব.) এম. আনোয়ারুল আজিমও মনোনয়ন দৌড়ে রয়েছেন। তার সমর্থকরা বলছেন, তিনিই মনোনয়ন পাবেন।

দীর্ঘদিন থেকে এ আসনে জাতীয় পার্টির অস্তিত্ব টিকিয়ে রেখেছেন প্রফেসর ড. গোলাম মোস্তফা। ‘৯১-এর নির্বাচন থেকে ১০ম সংসদ নির্বাচন পর্যন্ত প্রতিটি নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন। হঠাৎ করে বিএনপি’র সাবেক সংসদ সদস্য এটিএম আলমগীর জাতীয় পার্টিতে যোগদান করেন। যোগদানের পর থেকে ২ উপজেলার মধ্যে জাতীয় পার্টি দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। ’৯১ সালে বিএনপি থেকে এমপি নির্বাচিত হন এটিএম আলমগীর। ৯৬তে মনোনয়ন না পেয়ে দীর্ঘদিন পর্যন্ত তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন। একবছর আগে তরকীত ফেডারেশনে যোগদান করেন। সম্প্রতি তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। ড. গোলাম মোস্তফা বলেন, আমি আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে নির্বাচন করার জন্য এলাকায় ব্যাপক গণসংযোগ করে যাচ্ছি।

জামায়াতের নিবন্ধন বাতিল করায় লাকসামে স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রার্থী হতে পারেন সাবেক সচিব এফএম সোলাইমান চৌধুরী। দুই উপজেলার মধ্যে প্রায় ৩০ হাজার ভোট জামায়াতের রয়েছে বলে প্রচার হয়েছে। এ আসনে জামায়াতের ভোট অন্য প্রার্থী নির্বাচিত হওয়ার ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখতে পারে। অপরদিকে ইসলামী আন্দোলন বিভিন্ন সভা-সমাবেশের মাধ্যমে সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ প্রার্থী হতে পারেন। এছাড়া ইসলামী ফ্রন্ট বাংলাদেশ একক প্রার্থী হিসেবে কুমিল্লা জেলার সভাপতি ও লাকসাম ফেয়ার হেল্‌থ হাসপাতালের ভাইস চেয়ারম্যান আবু বাকার মীর-এর প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status