শেষের পাতা

সাভারে চাকরির প্রলোভনে গৃহবধূকে গণধর্ষণ

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

১১ নভেম্বর ২০১৮, রবিবার, ৯:৩৬ পূর্বাহ্ন

সাভারে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে এক গৃববধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ চার ধর্ষককে গ্রেপ্তার করেছে। গতকাল সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে ওই চার ধর্ষককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো- কালিয়াকৈর গ্রামের বিল্লাল হোসেন (২৮), মো. রাফিজ (২৭), হানিফ মিয়া (২৫) ও গাজীপুর জেলার কালিগঞ্জ থানা এলাকার আল-আমিন (৩২)।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ধর্ষণকারী বিল্লাল হোসেন একটি তৈরি পোশাক কারখানায় চাকরি দেয়ার কথা বলে গৃহবধূকে কালিয়াকৈর গ্রামের আল-আমিনের বাড়িতে নিয়ে যায়। এ সময় সেখানে থাকা রাফিজ, হানিফ ও আল-আমিনসহ চার বখাটে জোরপূর্বক ওই গৃহবধূকে বাড়ির ভেতর আটকে রেখে ধর্ষণ করে। শনিবার সকালে ধর্ষণের শিকার গৃহবধূ সাভার মডেল থানায় এসে বিষয়টি জানিয়ে একটি লিখিত অভিযোগ করেন।

এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক কালিয়াকৈর গ্রামে অভিযান চালিয়ে চার ধর্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে। এ ছাড়া শনিবার দুপুরে গ্রেপ্তারদের বিরুদ্ধে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status