এক্সক্লুসিভ

নি র্বা চ নী হা ল চা ল, সুনামগঞ্জ৫

মাঠের লড়াই এখন মনোনয়নে

মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, দোয়ারাবাজার (সুনামগঞ্

১১ নভেম্বর ২০১৮, রবিবার, ৯:১২ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, খেলাফত মজলিস ও স্বতন্ত্র হিসেবে সম্ভাব্য একাধিক প্রার্থী মাঠে রয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে পুরোদমে বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থীরা কেন্দ্রে দলীয় মনোনয়ন পেতে তদবির চালাচ্ছেন। পাশাপাশি এতদিন তারা দুই উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে নিজেদের প্রার্থিতার কথা জানান দিয়েছেন। দলীয় সভা-সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন এ আসনের বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এবারও একাধিক প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। সাধারণ ভোটাররা মনে করছেন, শেষমেশ বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করলে এ আসনে জোট ও মহাজোটের দুই প্রার্থীর মধ্যে কঠিন লড়াই হবে। আওয়ামী লীগ থেকে বর্তমান এমপি মুহিবুর রহমান মানিক ও বিএনপি থেকে সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় পার্টির জাহাঙ্গীর আলমসহ মনোনয়ন দৌড়ে তিন দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। তারা দীর্ঘ দিন ধরেই মাঠে রয়েছেন। ছাতক-দোয়ারাবাজার উপজেলা নিয়ে এ আসনে বিগত ১০টি সংসদ নির্বাচন ও একটি উপনির্বাচনসহ মোট ১১ জন সংসদ সদস্যের মধ্যে ৩ বার আওয়ামী লীগ, ১ বার বিএনপি, ১ বার জাসদ, ৩ বার স্বতন্ত্র ও ২ বার জাতীয় পার্টির প্রার্থী জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ সংসদ সদস্যদের মধ্যে ১৯৭৩ সালের ১ম সংসদ নির্বাচনে আবদুস সামাদ আজাদ, ১৯৯৬ সালের ১২ই জুনের ৭ম, ২০০৮ সালের ৯ম ও ২০১৩ সালের ১০ম নির্বাচনে মুহিবুর রহমান মানিক বিজয়ী হন। স্বতন্ত্র এমপিদের মধ্যে ১৯৭৩ সালের উপনির্বাচনে ও ১৯৭৯ সালের ২য় নির্বাচনে এএইচএম আবদুল হাই এবং ১৯৯৬ সালের ৬ষ্ঠ নির্বাচনে কলিম উদ্দিন আহমদ মিলন বিজয়ী হন। জাতীয় পার্টির এমপিদের মধ্যে ১৯৮৬ সালের ৩য় নির্বাচনে এএইচএম আবদুল হাই ও ১৯৯১ সালের ৫ম নির্বাচনে অ্যাডভোকেট আবদুল মজিদ মাস্টার বিজয়ী হন। ১৯৮৮ সালের ৪র্থ জাতীয় সংসদ নির্বাচনে জাসদ

থেকে ও ২০০১ সালে অনুষ্ঠিত ৮ম সংসদ নির্বাচনে বিএনপি থেকে কলিম উদ্দিন মিলন বিজয়ী হন।
জাতীয় ঐক্যফ্রন্ট বা জোট-মহাজোটের সমীকরণ করা হলে এ আসনে দু-একটি রাজনৈতিক দল ব্যতীত অন্যান্য রাজনৈতিক দলের অস্তিত্ব নেই। তন্মধ্যে ছাতক-দোয়ারাবাজার উপজেলায় ১৪দলীয় জোটের শরিক আওয়ামী লীগ ও জাপা ছাড়া অন্যান্য আরো ১২টি দলের কোনো অস্তিত্ব্ব নেই। একই ভাবে জাতীয় ঐক্যফ্রন্ট বা ২০দলীয় জোটের মধ্যে বিএনপি, খেলাফত মজলিস, জামায়াত ছাড়া এখানে ১৭টি দলের অস্তিত্ব নেই।
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে রয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী। মনোনয়ন চান দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক (একাংশ) ফরিদ আহমদ তারেকও। তবে সাম্প্রতিক সময়ে বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও সাবেক ছাত্র নেতা শামীম আহমদ চৌধুরীর নেতৃত্বে দুই উপজেলায় পাল্টাপাল্টি শো-ডাউন ও বড় ধরনের সভা-সমাবেশ করতে দেখা গেছে। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দু’জনই কোমর বেঁধে মাঠে নেমেছেন। দু’জনই নির্বাচনী এলাকার দলীয় সমর্থক ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে দলীয় হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করাতে চাচ্ছেন।
বিএনপি থেকে মনোনয়ন পেতে চান কেন্দ্রীয় সহ-সাংগঠনকি সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। দু’জনই নির্বাচনী এলাকায় দীর্ঘ দিন ধরে পৃথক বলয়ে দলীয় কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। এ ছাড়া এ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে আগ্রহী বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলীও।
এদিকে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন পেতে কোমর বেঁধে এখন নির্বাচনী মাঠে নেমেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দিন। তিনি ইতিমধ্যে তার দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনী এলাকায় বিভিন্ন সভা-সমাবেশ করতে দেখা গেছে। ২০ দলীয় জোটের মনোনয়নের ব্যাপারে আলোচনায় আছেন জামায়াতে ইসলামী নেতা অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম আল-মাদানীও।
জাতীয়পার্টির মনোনয়ন চান সুনামগঞ্জ জেলা জাপার সাবেক সভাপতি ও সাবেক এমপি এড. আবদুল মজিদ মাস্টার, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক জেলা জাপার সাধারণ সম্পাদক আ.ন.ম অহিদ কনা মিয়া, জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির আরেক সদস্য ও দোয়ারাবাজার উপজেলা সভাপতি আলহাজ মো. জাহাঙ্গীর আলম এবং যুক্তরাজ্য প্রবাসী রুহুল আমিন। এ আসনে জাতীয় পার্টির দৌড়ঝাঁপে এগিয়ে আছেন জাহাঙ্গীর আলম। ইতিমধ্যে তিনি দলীয় চেয়ারম্যান এরশাদের সবুজ সংকেত পেয়ে প্রতিদিন নির্বাচনী এলাকায় সভা-সমাবেশসহ গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
অপর দিকে এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন প্রবাসী কমিউনিটি নেতা আইয়ুব করম আলী। এ ছাড়া ন্যাপ থেকে মনোনয়ন চেয়ে ইতিমধ্যে লিফলেট বিতরণ করতে দেখা গেছে ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status