বিশ্বজমিন

যুক্তরাষ্ট্রে বাসা ভাড়া দেয়ার সামর্থ নেই যে কংগ্রেস সদস্যের

মানবজমিন ডেস্ক

১০ নভেম্বর ২০১৮, শনিবার, ১২:৩৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। তিনি মাত্র ২৯ বছর বয়সে কংগ্রেস সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এ যাবতকালের সর্বকনিষ্ঠ নারী কংগ্রেস সদস্যের স্বীকৃতি পেয়েছেন। তবে তার একটি সমস্যা আছে। তা হলো, বাসা ভাড়া দেয়ার সামর্থ্য নেই তার। জানুয়ারিতে তিনি নতুন দায়িত্ব পাচ্ছেন কংগ্রেস সদস্য হিসেবে। তার আগে তার এ সামর্থ্য নেই। তিনি এ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে কথা বলেছেন। বলেছেন, ওয়াশিংটন ডিসিতে তাকে একটি এপার্টমেন্ট ভাড়া নিতে হল প্রথম বেতন ( পে চেক) প্রয়োজন। তার এমন অবস্থার জন্য তাকে বলা হচ্ছে মিলেনিয়াল কংগ্রেসওম্যান। তবে তার সমালোচনা করেছেন ফক্স নিউজের প্রেজেন্টার এড হেনরি। তিনি বলেছেন, পুরো সত্য বলছেন না ওকাসিও-কর্টেজ। কারণ, তিনি একটি ম্যাগাজিনের জন্য পোজ দিয়েছেন কয়েক হাজার ডলার দামের পোশাক পরে। টুইটারে এর জবাবও দিয়েছেন ওকাসিও-কর্টেজ। তিনি বলেছেন, ওই ফটোশুটের জন্য তিনি ওই পোশাকগুলো ধার করেছিলেন অন্যের কাছ থেকে। তিনি বলেছেন, আমার কাছে আসলে অর্থ নেই। জানুয়ারিতে অর্থ পাবো সে আশায় রয়েছি। তার এমন টুইটের প্রশংসা করেছেন অনেকে।
তার এমন টুইটের জবাবে একজন লিখেছেন, ওকাসিও-কর্টেজ ওয়াশিংটন ডিসিতে বাসা ভাড়া দেয়ার সক্ষমতা রাখেন না। হাজার বছরের মধ্যে এটা বিরল। আমি সততার সঙ্গে এর প্রশংসা জানাই।
নিউ ইয়র্কের ১৪তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হয়েছেন ওকাসিও-কর্টেজ। তার আগে তিনি দারিদ্র্য, সম্পদের সমতা ও অভিবাসন ইস্যুতে প্রচারণা চালান। তিনি পুয়ের্তো রিকোর পিতামাতার ঔরসে ব্রঙ্কসে জন্মগ্রহণ করেন। নিজেকে তিনি একজন খেতে খাওয়া মানুষ হিসেবে বর্ণনা করেন। সমাজকর্মী হিসেবে তিনি ২০১৮ সালের শুরু পর্যন্ত কাজ করেছেন রেস্তোরাঁয়। তার আর্থিক বিবরণে দেখা যায় তিনি গত বছর উপার্জন করেছেন প্রায় ২৬ হাজার ৫০০ ডলার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status