খেলা

পেছনে তাকাতে চান না আরিফুল

স্পোর্টস রিপোর্টার

১০ নভেম্বর ২০১৮, শনিবার, ৯:১৩ পূর্বাহ্ন


জিম্বাবুয়ের বিপক্ষেও টেস্ট হার! ভক্ত থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধা কেউ যেন মেনে নিতে পারছে না। মেনে নিতে পারেনি বাংলাদেশ দলও। তাই মিরপুর শেরে বাংলা মাঠে সিরিজের শেষ টেস্টে জয় পেতে মরিয়া বাংলাদেশ দল। জয়ে ফিরতে কতটা মুখিয়ে আছে দল তা প্রথম টেস্টে অভিষিক্ত অলরাউন্ডার আরিফুলের কণ্ঠেই ফুটে উঠলো। মিরপুর টেস্টে পরিকল্পনা কি তা নিয়ে আরিফুল হক বলেন, ‘প্রথম টেস্টে আমাদের ব্যাটিং খারাপ হয়েছে। এটি হয়ে গেছে। এখন আর পেছনের দিকে তাকাতে চাই না। এখন আমাদের পরিকল্পনা একটাই, যে কোনোভাবেই হোক আমাদের জিততে হবে এই ম্যাচ। সেই আত্মবিশ্বাস আছে আমাদের।’ গতকাল দুপুরে অনুশীলনে আসে দল। দলের ক্রিকেটারদের বেশির ভাগই যখন জুমা নামাজে প্রধান কোচ স্টিভ রোডস তখন মাঠে ভীষণ ব্যস্ত। নামাজ শেষ হলেই শুরু হবে শিষ্যদের নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রস্ততি। গতকালের অনুশীলনের বড় একটা অংশজুড়েই ছিল ব্যাটিং। থাকবেই না কেন শেষ ৪ ম্যাচের ৮ ইনিংস চোখ রাঙাচ্ছে। যেখানে সাতটিতেই রানের অঙ্ক দেড়শ’ ছাড়াতে পারেনি টাইগাররা!
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ১৪৩ দ্বিতীয় ইনিংসে ১৬৯ রান। বলতে গেলে ব্যাটসম্যানদের ধ্বংস স্তূপে দাঁড়িয়ে নিজের অভিষেক ম্যাচে একাই লড়েছেন আরিফুল হক। প্রথম ইনিংসে তার ব্যাট থেকে এসেছে অপারিজত ৪১ রান। দ্বিতীয় ইনিংসে আউট হলেও করেছেন ৩৮। দুই ইনিংস মিলিয়ে দলের সর্বোচ্চ সংগ্রহ তার ব্যাট থেকেই। প্রথম টেস্টে অভিজ্ঞতা যে খুব সুখকর হয়নি তা বলার অপেক্ষা রাখে না। এ বিষয়ে আরিফুল বলেন, ‘প্রথম টেস্ট ভালই গিয়েছে আসলে। আত্মবিশ্বাস বেড়েছে। আন্তর্জাতিক পর্যায়ে বোলাররা বাজে বল দেবে না, ওভাবেই আপনাকে অপেক্ষা করতে হবে। যেটা বোঝা দরকার খেললে যে চিন্তা-ভাবনায় পরিবর্তন আসে। সেটা আমার হয়েছে। চিন্তা-ভাবনায় পরিবর্তন এসেছে।’ দলের বিপর্যয়েও এমন লড়াকু ইনিংস খেলার জন্য সদ্য সমাপ্ত এনসিএল-এ ডবল সেঞ্চুরিটা ছিল তার বড় অনুপ্রেরণা। তিনি বলেন, ‘অবশ্যই, এনসিএল-এ দুইশ’ মারার পর আমার আত্মবিশ্বাস ভালো ছিল আর শেষ টেস্টটাতে হয়তো ব্যাটিং ভালোই করেছি। আত্মবিশ্বাস ভালো আছে।’
আরিফুলকে একদিক থেকে যেমন ভাগ্যবান বলা যায় আরেকদিক থেকে অভাগাও। টি-টোয়েন্টি ক্রিকেটে তার অভিষেক। কিন্তু দলে থাকলেও একাদশে জায়গা পাওয়া যেন তার জন্য কঠিন। এরপর ওয়ানডে দলেও একই অবস্থা। এশিয়া কাপ থেকে ওয়ানডে দলে থাকলেও ৮ ম্যাচ পর তার ওয়ানডে অভিষেক। কিন্তু সেই ম্যাচেই নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি। তবে টেস্টে সুযোগ দারুণভাবেই কাজে লাগিয়েছেন তিনি। টেস্টে খেলা নিয়ে আরিফুল বলেন, ‘আমার আসলে স্বপ্ন ছিল টেস্ট খেলার। আমি চাই দীর্ঘদিন টেস্ট খেলতে বা ন্যাশনাল টিমে থাকতে। সব ফরম্যাটেই খেলার ইচ্ছা। আর আমি যে ফরম্যাটে যেভাবে খেলা দরকার ওভাবেই খেলার চেষ্টা করবো।’  
জাতীয় দলের সঙ্গে থেকে যেমন সুযোগ না পাওয়ার আক্ষেপ আছে তেমনি দারুণ কিছু শিখছেন এই ২৬ বছর বয়সী অলরাউন্ডার। তিনি বলেন, ‘যদি নাও খেলেন জাতীয় দলে থাকলে অভিজ্ঞতা অর্জন হয়। বড় টিমের সাথে খেলা বা বড় বড় খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা এটাতে বুঝতে অনেক সুবিধা হয়। বড় ভাইরা যখন কিছু বলেন সেটা কাজে দেয়। ইন্টারন্যাশনাল ম্যাচ কেমন বা কী রকম। আর এটা সত্যি যে, আমার হাতে নেই কোন ম্যাচে আমি খেলবো কোন ম্যাচে খেলব না। আমি মানসিকভাবে প্রস্তুত থাকবো। নিজের কাজটা করে যাব কীভাবে ভালো করা যায়। রান করেছি ওটা ভুলে গেছি। সামনে কীভাবে ভালো করা যায় সেটাই মূল ভাবনা।’ অভিষেক টেস্টেই তিনি পেতে পারতেন প্রথম ফিফটি। কিন্তু লেজের দিকের ব্যাটসম্যানদের নিয়ে সেটি অকেটাই কঠিন। জাতীয় দলে তাকে এই কঠিন কাজটিই করতে হবে। এমন চ্যালেঞ্জ নিয়ে আরিফুল বলেন, ‘আমি বিসিএল-এ জাতীয় লীগে টেলএন্ডারদের নিয়েই বেশির ভাগ সময় ব্যাটিং করি। ওই সময় পরিকল্পনা অন্যরকম থাকে। ৪টা বল খেলতে ওবে অন্য প্রান্তের ব্যাটসম্যানকে একটা-দু’টা বল দেয়ার থাকে। টেলএন্ডারদের কাছে ওভাবে আশাও করতে পারেন না। ওরাও চেষ্টা করছিল আমাকে সুযোগ/স্ট্রাইক দেয়ার। ৪-৫টা বল হয়তো আমি খেলব। একটা-দুইটা ওদের দেবো।’
তবে আরিফুল ভুলে যেতে চান পিছনে কী করেছেন। এখন দলের জয়ে ফেরাটাই তার কাছে আসল। কিন্তু যেভাবে হেরে জিম্বাবুয়ের কাছে টাইগাররা সেখান থেকে ফিরে আসা ভীষণ কঠিন। এ বিষয়ে আরিফুল বলেন, ‘আমরা যদি শেষ ম্যাচটা নিয়ে চিন্তা করি মোরালি ডাউন থাকব। তো আমরা ওটা নিয়ে চিন্তা করবো না। ম্যাচ, বল টু বল নিয়ে ফোকাস করবো। টিম গেম যদি খেলতে পারি সবাই যদি পজিটিভ খেলতে পারে ম্যাচ জেতা কঠিন হবে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status