খেলা

সুখবর নেই হাথুরুর শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক

১০ নভেম্বর ২০১৮, শনিবার, ৯:১১ পূর্বাহ্ন

কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে ছন্নছাড়া নৈপুণ্য নিয়ে আরো একবার লজ্জায় ডুবলো শ্রীলঙ্কা। এবার টেস্টে দেখলো রেকর্ড হার। গত সেপ্টেম্বরে এশিয়া কাপের গ্রুপ পর্বেই বাদ পড়ার লজ্জায় ডোবে ৯৬’র বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার নিজ মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ হারের পর টেস্ট সিরিজের শুরুটাও হলো বাজে হার দিয়ে। আর শ্রীলঙ্কার অভিজ্ঞ বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের বিদায়ী ম্যাচে ইতিহাস গড়ে অ্যাওয়ে টেস্টে নিজেদের দীর্ঘতম জয়খরা কাটায় ইংলিশরা। গতকাল গল টেস্টে শ্রীলঙ্কাকে ২১১ রানের ব্যবধানে হারায় জো রুটের দল। টেস্টে দুইদলের ম্যাচে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। দুইবছর পর বিদেশের মাটিতে টেস্ট জিতলো ইংল্যান্ড। চট্টগ্রামে ২০১৬ সালের অক্টোবরে বাংলাদেশকে হারানোর পর টানা ১৩ অ্যাওয়ে টেস্টে জয়হীন থাকে তারা। নিজেদের ২৭ বছরের পুরনো রেকর্ড ভাঙে ইংল্যান্ড দল। ১৯৯১ সালে লর্ডস টেস্টে ১৩৭ রানে হারের অভিজ্ঞতা নেয় শ্রীলঙ্কা। টেস্টে রানের হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে লঙ্কানদের সর্বোচ্চ ব্যবধানের জয় ১৩৪ রানের (নটিংহ্যামে ২০০৬ সালে)। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ম্যাচে এসে প্রথম জয় পেল ইংল্যান্ড। আগের চার ম্যাচে দুই ড্র ও দুইটিতে হার দেখে। একদিন হাতে রেখেই শেষ হয় গল টেস্ট। ৪৬২ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৫০ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। আর টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক তালিকায় স্টুয়ার্ট ব্রডের সঙ্গে যৌথভাবে ৪৩৩ উইকেট নিয়ে ক্যারিয়ারের ইতি টানেন হেরাথ। আর এক উইকেট পেলে সপ্তম স্থানে থাকা কপিল দেবকে ছুঁয়ে ফেলতে পারতেন। নিজের ৯৩তম টেস্টে তিন উইকেট নেন হেরাথ। টেস্টে এক ভেন্যুতে মুত্তিয়া মুরলিধরন ও জেমস অ্যান্ডারসনের পর তৃতীয় বোলার হিসেবে একশ’ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। শ্রীলঙ্কার মাটিতে এই প্রথম টেস্টের দুই ইনিংসেই তিনশ’ রান করে ইংল্যান্ড (৩৪২ ও ৩২২/৬ ডিক্লে.)। প্রথম ইনিংসে ২০৩ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ম্যাচ সেরার পুরস্কার জেতেন বিশ্বের পঞ্চম উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে টেস্ট অভিষেকেই সেঞ্চুরির কীর্তি গড়া বেন ফোকস। দুই ইনিংসে তার রান ১০৭ ও ৩৭। দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অপরাজিত থাকেন কিটন জেনিংস। লঙ্কানদের হয়ে দুই ইনিংসেই ফিফটি করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন দিলরুয়ান পেরেরা। আর দুই ইনিংসেই চার উইকেট পান ইংলিশ স্পিনার মঈন আলি। বাংলাদেশের সাবেক কোচ হাথুরুর সামনে এবার সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। ক্যান্ডিতে আগামী ১৪ই নভেম্বর তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে। ৩-১ ব্যবধানে (প্রথম ম্যাচ পরিত্যক্ত) পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টিতে ৩০ রানে হার দেখে শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর
টস: ইংল্যান্ড (ব্যাটিং)
ইংল্যান্ড: ৩৪২ ও ৩২২/৬ ডিক্লে.
শ্রীলঙ্কা: ২০৩ ও ৮৫.১ ওভারে ২৫০
ফল: ইংল্যান্ড ২১১ রানে জয়ী
ম্যাচসেরা: বেন ফোকস
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status