খেলা

এবারো পর্তুগাল দলে নেই রোনালদো

স্পোর্টস ডেস্ক

১০ নভেম্বর ২০১৮, শনিবার, ৯:১০ পূর্বাহ্ন

লিওনেল মেসির মতো লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার ইউয়েফা নেশন্স লীগে পর্তুগালের আসন্ন দুই ম্যাচের জন্য ঘোষিত দলেও নেই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোয় উরুগুয়ের কাছে হেরে ছিটকে পড়ার পর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন রোনালদো। তবে, বর্তমান ক্লাব জুভেন্টাসের হয়ে নিয়মিত সব প্রতিযোগিতায় পারফর্ম করে যাচ্ছেন তিনি। গত জুলাইয়ে রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেয়া রোনালদো পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ১৫৪টি ম্যাচে করেছেন ৮৫ গোল। গুরুত্বপূর্ণ অবদান রাখেন ২০১৬ সালের ইউরো জয়ে। ইউয়েফা নেশন্স লীগে আগামী ১৭ই নভেম্বর স্বাগতিক ইতালির বিপক্ষে খেলবে পর্তুগাল। এর তিনদিন পর ঘরের মাঠে তারা পোল্যান্ডের মুখোমুখি হবে। গুরুত্বপূর্ণ ওই দুই ম্যাচের জন্য ডিফেন্ডার হোসে ফন্তে ও রাফায়েল গেরেরো এবং দুই মিডফিল্ডার আন্দ্রে গোমেস ও হুয়াও মারিওকে দলে ফিরিয়েছেন কোচ ফার্নান্দো সান্তোস। এই মৌসুমে ইতালিয়ান সিরি আ’তে জুভেন্টাসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭ গোল করেছেন রোনালদো। গত বুধবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জুভেন্টাসের জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স লীগে প্রথম গোল করেন সিআর সেভেন। চলতি নেশন্স লীগে দুই ম্যাচের দুই জয়ে ৩ নম্বর গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পর্তুগাল। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইতালি, আর তিন নম্বরে থাকা পোল্যান্ডের পয়েন্ট মাত্র ১।
পর্তুগাল দল
গোলরক্ষক: বেটো, ক্লাদিও রামোস, রুই প্যাট্রিসিও।
ডিফেন্ডার: কেদরিক সোরেস, হুয়াও ক্যানসেলো, রাফায়েল গুয়েরেরো, লুইস নেতো, মারিও রুই, হোসে ফন্তে, পেপে, রুবেন দিয়াস মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্দেস, দানিলো পেরেরা, আন্দ্রে গোমেস, পিজ্জি, রেনাতো সানচেস, রুবেন নেভেস, হুয়াও মারিও, উইলিয়াম কারভালহো।
ফরোয়ার্ড: আন্দ্রে সিলভা, বারনারদো সিলভা, ব্রুমা, এডার, গঞ্জালো গুয়েদেস, রাফা সিলভা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status