ইলেকশন কর্নার

ব্রাহ্মণবাড়িয়া-২

নৌকার টিকিট চান কাউসার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

১০ নভেম্বর ২০১৮, শনিবার, ৭:৪২ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য অ্যাডভোকেট সৈয়দ তানবির হোসেন কাউসার। সরাইল সদর ইউনিয়নের আলীনগরের সৈয়দ পরিবারের শহীদ বুদ্ধিজীবী সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার ছেলে তিনি। মাত্র ৬ বছর বয়সে পিতৃ হারা কাউসার আজ ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের একজন স্বনামধন্য উকিল। তিনি নিজ পেশা দ্বারা মানুষের সেবা করছেন। সেই সাথে সমাজের অবহেলিত অসহায় দরিদ্র মানুষদের সাহায্য করছেন সাধ্যমত। অ্যাডভোকেট কাউসার তার শহীদ পিতা বকুল মিয়ার স্বপ্ন পূরণে আওয়ামী লীগের হয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশাও করছেন তিনি। দেশের জন্য পিতার আত্মত্যাগ ও নিজের ক্লিন ইমেজ নিয়েই জনগণের দ্বারে দ্বারে ছুটে চলেছেন অ্যাডভোকেট কাউসার। দিনরাত সরাইল-আশুগঞ্জের প্রত্যেকটি গ্রামে শেখ হাসিনার উন্নয়নের বার্তা নিয়ে ঘুরছেন। সভা, সেমিনার, জানাজা, উৎসব, খাতনা, খেলাধুলা ও মিলাদ মাহফিলে অংশ গ্রহণ করছেন তিনি। ইউনিয়ন পর্যায়ের একাধিক রাজনৈতিক পদধারী ব্যক্তি বলেন, সৈয়দ তানবির হোসেন এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলে দলের বাইরেরও ভোট পাবেন। অ্যাডভোকেট কাউসার বলেন, জনগণের ভালবাসাই আমার মূল শক্তি। আমার পিতা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। সেই দেশ ও দেশের মানুষের জন্য আমি কাজ করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুযোগ দিলে আমি সরাইল-আশুগঞ্জকে মডেল উপজেলায় রূপান্তর করব। ইনশাআল্লাহ দরিদ্র অসহায় মানুষদের মুখে হাসি ফুটাব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status