বিশ্বজমিন

ক্যালিফোর্নিয়ার বারে হামলাকারী সাবেক নৌবাহিনীর সদস্য

মানবজমিন ডেস্ক

৯ নভেম্বর ২০১৮, শুক্রবার, ১১:৩২ পূর্বাহ্ন

ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের বারে হামলাকারী সন্দেহভাজন এক ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। ডেভিড লং নামের ২৮ বছর বয়সী ওই ব্যক্তি একজন নৌবাহিনীর সদস্য ছিলেন বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে  বিবিসি অনলাইন। এর আগে এ বছরের শুরুতে তিনি নিজ বাড়িতে অসঙ্গত আচরণ শুরু করেন। পরে পুলিশের মানসিক স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা তাকে সুস্থতার ছাড়পত্র দেন।
বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১১টা ২০মিনিটে বর্ডারলাইন বার এন্ড গ্রিল নামের ওই বারটিতে হামলা করা হয়। বারের  ভেতরে কমপক্ষে ২০০ মানুষ উপস্থিত ছিলেন। পুলিশ বলছে, হামলাকারী ডেভিডের পরণে সে সময় কালো পোশাক ছিল। হামলার পর সে আত্মহত্যা করেছে বলেও ধারণা পুলিশের।    
পুলিশ আরো জানিয়েছে, হামলাকারী .৪৫ ক্ষমতার একটি আধা স্বয়ংক্রিয় গ্লোক বন্দুক দিয়ে হামলাচালিয়েছে। আর এই অস্ত্রটি কযালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বেআইনী। হামলাকারী হামলার সময় ঠিক কতটি গুলি ছুড়েছে তা নিশ্চিত নয়। এমনকি হামলাকারে সে বন্দুকটি পুনরায় লোড করেছে কিনা সে বিষয়টিও অনিশ্চিত।
টেইলর হুইটলার নামের এক প্রত্যক্ষদর্শী জানান, আমরা এক বন্দুর ২১তম জন্মদিন পালন করছিলাম। আমরা নাচানাচি করছি, এমন সময় একটি গুলির আওয়াজ শুনতে পাই। আমি পেছন ফিরে তাকাই এবং দেখতে পাই সবাই চিৎকার করে বলছে, নিচু হও। এরপর কিছু লোক আসে এবং আমাকে টেনে নিয়ে যাওয়ার আগে পর্যন্ত আমি মেঝেতেই শুয়ে ছিলাম।    
অপর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বারটিতে একটি কলেজের মিউজিক নাইট চলাকালীন হামলাকারী বারে ঢোকেন এবং গুলি করার আগ মূহুর্তে তিনি একটি স্মোক গ্রেনেড ছোড়েন।
এসময় রন হেলাস নামের এক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে প্রবেশ করতে গেলে এ কর্মকর্তাকে বেশ কয়েকটি ক্সগুলি করা হয়। পরবর্তীতে তিনি হাসপাতালে মারা যান।  
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলের একটি বারে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। নিহত হয়েছে হামলাকারী নিজেও। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status