দেশ বিদেশ

প্রধান নির্বাচন কমিশনার নিরপেক্ষতা হারিয়েছেন- জেএসডি

স্টাফ রিপোর্টার

৯ নভেম্বর ২০১৮, শুক্রবার, ৯:৫৫ পূর্বাহ্ন

প্রধান নির্বাচন কমিশনার একপাক্ষিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করে তার নিরপেক্ষতা হারিয়েছেন বলে মন্তব্য করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। একইসঙ্গে তফসিল পেছানোরও দাবি জানান তারা। গতকাল একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেছেন, দেশের প্রধানবিরোধী পক্ষ জাতীয় ঐক্যফ্রন্ট ও সরকার যখন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংলাপ অনুষ্ঠান এবং আলাপ আলোচনার মাধ্যমে নিশ্চিত করার প্রচেষ্টা চালাচ্ছে তখন প্রধান নির্বাচন কমিশনার একপাক্ষিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করে তার নিরপেক্ষতা হারিয়েছেন। গতকাল তফসিল ঘোষণা করে ১৯শে নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ দেয়া হয়েছে। সরকারি ছুটি বাদ দিলে এক সপ্তাহের মধ্যে দলগুলোকে মনোনয়ন আহ্বান, প্রার্থী বাছাই ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ১৯ তারিখের মধ্যে মনোনয়ন জমা দেয়া একটি দুঃসাধ্য ব্যাপার। তাই প্রধান নির্বাচন কমিশনারকে যেকোনো মূল্যে এ তফসিল পেছাতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status