বাংলারজমিন

মির্জাগঞ্জে ইসলামী আন্দোলনের শোডাউন

মো. সোহাগ হোসেন, মির্জাগঞ্জ (পটুয়াখালী) থেকে

৯ নভেম্বর ২০১৮, শুক্রবার, ৯:১৭ পূর্বাহ্ন

 ‘নেতা নয়, নীতি চাই’- পীর সাহেব চরমোনাইয়ের এই স্লোগানকে সামনে রেখে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ মুফতি গাজী আলতাফুর রহমানের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন হয়েছে। বুধবার বাদ মাগরিব মির্জাগঞ্জ উপজেলার মনোহরখালীর ফেরিঘাট থেকে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল যোগে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তিনি। এ সময় তিনি বিভিন্ন পেশার ও শ্রেণির মানুষের সঙ্গে কুশল বিনিময় ও ইসলামী আন্দোলনের ফেস্টুন বিতরণ এবং হাতপাখার পক্ষে ভোট চান। শোডাউনটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ বঙ্গের সুফি সাধক মির্জাগঞ্জ মরহুম হজরত ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (রহ.)-এর মাজার জিয়ারত শেষে দরবার শরিফ জামে মসজিদ প্রাঙ্গণে এক পথসভায় মিলিত হয়। মির্জাগঞ্জ ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাও. মো. জহিরুল ইসলামরে  সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন পটুয়াখালী-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ মুফতি গাজী আলতাফুর রহমান। প্রধান অতিথি বক্তব্যে বলেন, দুর্নীতি ও সুদ মুক্ত দেশ গড়তে বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রতীক হাতপাখায় ভোট দিন। এছাড়া বক্তব্য দেন মির্জাগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাও. ইব্রাহীম, সিনিয়র সহসভাপতি মাও. আলতাফ সিকদার, সহ-সভাপতি শফিক সিকদার, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাও. শহিদুল ইসলাম, পশ্চিম সুবিদখালী কওমি মাদরাসার মুহতামিম মাও. মোশারাফ হোসেন নিজামী, পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাও. আরআইএম অহিদুজ্জামান, সহসভাপতি মাও. সরোয়ার, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাও. মোস্তাফিজুর রহমান ও মির্জাগঞ্জ যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মো. ওদুদ গোলদারসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status