খেলা

৬১ বছরের গর্বের রেকর্ডে রিয়াল কোচ

স্পোর্টস ডেস্ক

৯ নভেম্বর ২০১৮, শুক্রবার, ৯:০৮ পূর্বাহ্ন

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগেও দারুণ সূচনা পেয়েছেন রিয়াল মাদ্রিদের নতুন কোচ সান্তিয়াগো সোলারি। করিম বেনজেমার জোড়া গোলে বুধবার ‘জি’ গ্রুপের ম্যাচে ভিক্টোরিয়া প্লাজেনকে ৫-০ গোলে হারায় রিয়াল। এ নিয়ে সোলারির অধীনে টানা তিন জয় এবং কোনো ম্যাচে গোল হজম করেনি মাদ্রিদিস্তারা। আর এতেই কোচ হিসেবে গর্বের এক রেকর্ডে নাম লেখালেন সোলারি। ৬১ বছর আগে রিয়ালের কোচ হিসেবে নিজের প্রথম তিন ম্যাচে জয় ও গোল হজম করেননি লুইস কারনিগলিয়া। রিয়ালের প্রথম কোচ হিসেবে এই রেকর্ডটা লুইস কারনিগলিয়া গড়েছিলেন ১৯৫৭ সালে। দুই সপ্তাহ আগে প্রথম লেগে নিজেদের মাঠে ভিক্টোরিয়া প্লাজেনকে ২-১ গোলে হারায় রিয়াল। বুধবার প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২০তম মিনিটে টনি ক্রুসের পাসে গোল করে রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজেমা। এতে স্প্যানিশ ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন ৩০ বছরের এই তারকা ফুটবলার। রিয়াল মাদ্রিদের হয়ে সপ্তম ফুটবলার হিসেবে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি। এই সময় ৪২৯ ম্যাচ খেলেন বেনজেমা। তার আগে রিয়াল মাদ্রিদের জার্সিতে ২০০ কিংবা তারও বেশি গোল করা ছয় ফুটবলার হলেন ক্রিস্টিয়ানো রোনালদো, রাউল গঞ্জালেজ, ডি স্টেফানো, পুসকাস, হুগো শানচেজ ও সান্তিলানা। দুই মিনিট পর জার্মান মিডফিল্ডার ক্রুসের কর্নারেই হেডে ব্যবধান দ্বিগুণ করেন কাসেমিরো। ৩৭তম মিনিটে গ্যারেথ বেলের হেড থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন বেনজেমা। তিন মিনিট পর বেনজেমার পাসে ব্যবধান আরো বাড়ান ওয়েলশ ফরোয়ার্ড গ্যারেথ বেল। ৬৭তম মিনিটে গোল করে ব্যবধান ৫-০ করেন টনি ক্রুস। চলতি আসরে চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। সিএসকে মস্কোর মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরা এএস রোমার পয়েন্টও রিয়ালের সমান। তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালির দলটি। রাশিয়ার দল সিএসকে মস্কো ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। আর ১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছে ভিক্টোরিয়া প্লাজেন।
ম্যাচের ফল
ভিক্টোরিয়া প্লাজেন ০-৫ রিয়াল মাদ্রিদ
সিএসকে মস্কো ১-২ রোমা
ভ্যালেন্সিয়া ৩-১ ইয়ং বয়েজ
বেনফিকা ১-১ আয়াক্স
বায়ার্ন মিউনিখ ২-০ এইকে  এথেন্স
অলিম্পিক লিঁও ২-২ হফেনহাইম
ম্যানসিটি ৬-০ শাখতার দোনেৎস্ক
জুভেন্টাস ১-২ ম্যানইউ
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status