বাংলারজমিন

গাজীপুরে আইইউটি’র সমাবর্তন

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

৯ নভেম্বর ২০১৮, শুক্রবার, ৮:৫২ পূর্বাহ্ন

ওআইসি’র অর্থনৈতিক সহায়তায় পরিচালিত গাজীপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর ৩২তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে মহানগরের বোর্ডবাজার ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, আইইউটি’র প্রাক্তন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন। সমাবর্তন অনুষ্ঠানে আইইটি’র ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর ড. ওমর ঝাহের সভাপতিত্বে ওআইসির মহাসচিব ও আইইউটি’র আচার্য ড. ইউসুফ বিন আহমেদ আল-ওথাইমিন-এর বাণী পাঠ করেন ওআইসির সহকারী মহাসচিব অ্যাম্বাসেডর মোহাম্মদ নাঈম খান। এ ছাড়া বক্তব্য রাখেন আইইউটি’র গভর্নিং বডির চেয়ারম্যান হাবিব মিগাদে, রেজিস্ট্রার ড. মোশেবা উমর প্রমুখ। এর আগে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছলে আইইউটির ভিসি, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ এবং সিনিয়র শিক্ষকমণ্ডলী তাকে স্বাগত জানান।

পরে প্রধান অতিথিসহ শিক্ষার্থীরা গাউন পড়ে আনুষ্ঠানিক সমাবর্তন শোভাযাত্রা সহকারে অনুষ্ঠানের মূল মঞ্চে হাজির হন। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য নাইজেরিয়ার শিক্ষার্থী ফারুক বশির আয়রন-বাবা ওআইসি পদক এবং বাংলাদেশের তানভির শাহরিয়ার, মাহির তাজওয়ার, বখতিয়ার হাসান ও মোসাদ্দিক হোসেনকে আইইউটি স্বর্ণপদক ও সনদ দেয়া হয়। অনুষ্ঠানে মাস্টার্স ও ব্যাচেলর ডিগ্রিপ্রাপ্ত ২৯৫ জনকে সনদ প্রদান করা হয়। এদের মধ্যে সর্বাধিক ডিগ্রিপ্রাপ্তরা হচ্ছেন বাংলাদেশের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status