খেলা

বোল্টের হ্যাটট্রিকে পাকিস্তানকে হারালো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

৮ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১:৪৩ পূর্বাহ্ন

হ্যাটট্রিক করার উপলক্ষটা জয় দিয়ে রাঙিয়ে রাখলেন ট্রেন্ট বোল্ট। টি- টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়া নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু করল জয় দিয়ে। গতকাল প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৪৭ রানে হারায় নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে এ নিয়ে টানা ১২ ওয়ানডে জিতল কিউইরা। গতকাল আবুধাবিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৬৬ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে ১৬ বল বাকি থাকতে ২১৯ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের শুরুটা অবশ্য ভালো হয়নি। ৩৬ রানের মধ্যেই ফেরেন দুই ওপেনার জর্জ ওয়ার্কার (১) ও কলিন মানরো (২৯)। তিনে নামা অধিনায়ক কেন উইলিয়ামসনও (২৭) বেশিদূর যেতে পারেননি। ৭৮ রানে ৩ উইকেট হারানোর পর নিউজিল্যান্ডকে পথ দেখায় চতুর্থ উইকেটে রস টেইলর ও টম ল্যাথামের ১৩০ রানের জুটি। কিন্তু টেলর-ল্যাথাম জুটি ভাঙার পরই হঠাৎ এলোমেলো হয়ে যায় কিউইরা। শাদাব খান চার বলের মধ্যে তুলে নেন ল্যাথাম, হেনরি নিকোলস ও কলিন ডি গ্র্যান্ডহোমের উইকেট। ল্যাথাম ৬৪ বলে ৫ চারে করেন ৬৮ রান। ১১২ বলে ৫ চারে টেইলর করেন ৮০ রান। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ও শাদাব দুজনই নিয়েছেন ৪টি করে উইকেট। লক্ষ্য তাড়ায় শুরুতেই বড় ধাক্কা খায় পাকিস্তান। তিন দিন আগে আরব আমিরাতে পৌঁছে সিরিজে প্রথমবার খেলতে নামা বোল্ট ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে পরপর তিন বলে ফেরান ফখর জামান, বাবর আজম ও মোহাম্মদ হাফিজকে। ড্যানি মরিসন ও শেন  বন্ডের পর নিউজিল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন বোল্ট। সব মিলিয়ে ওয়ানডে ইতিহাসের ৪৭তম হ্যাটট্রিক এটি। চতুর্থ উইকেটে ৬৩ রানের জুটিতে প্রতিরোধ গড়েছিলেন ইমাম উল হক ও শোয়েব মালিক। এরপরই জোড়া ধাক্কা। পরপর দুই ওভারে ফেরেন ইমাম (৩৪) ও মালিক (৩০)। খানিক বাদে শাদাবও (৭) ফিরে গেলে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ৮৫। সপ্তম উইকেটে ১৩০ রান যোগ করে পাকিস্তানের আশা বাঁচিয়ে রেখেছিলেন সরফরাজ আহমেদ ও ইমাদ ওয়াসিম। কিন্তু এ জুটি ভাঙার পরই  পাকিস্তান শেষ তিন উইকেট হারিয়েছে ২১৯ রানে। ৬৯ বলে ৬৪ রান করেন সরফরাজ, ৭২ বলে ৫০ রান ইমাদের। তিনটি করে উইকেট নেন বোল্ট ও লোকি ফারগুসন। ম্যাচসেরা হয়েছেন বোল্ট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status