শিক্ষাঙ্গন

শাবিতে ভর্তি ফি ৩৯ নয়, ১০ শতাংশ বৃদ্ধি

শাবি প্রতিনিধি

৮ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৮:৪৬ পূর্বাহ্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের স্নাতক (সম্মান) ১মবর্ষ ১ম সেমিস্টারে ভর্তি ফি ৩৯ শতাংশ নয়, ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। গত বছরের ভর্তি ফি ৬৮৫০ টাকা থেকে বৃদ্ধি করে ৭৫০০ টাকা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে
ভর্তির এই ফি নির্ধারণ করা হয় বলে জানান, ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। গত সোমবার (৫ই নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ১১ নভেম্বর সাক্ষাৎকার এবং ভর্তির তারিখ নির্ধারণ করে একটি নোটিশ প্রকাশ করা হয়। নোটিশে ভর্তির বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র এবং নীতিমালার সঙ্গে সম্ভাব্য ভর্তি ফি ৯৫০০ টাকা নির্ধারণ করে নোটিশ দেয়ায়। নোটিশে ভর্তি ফি’র সম্ভাব্য
 ৯৫০০ টাকা বিগত বছরের চেয়ে ৩৯ শতাংশ বেশি হওয়ায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা এবং ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা। পরবর্তীতে বুধবার একাডেমিক কাউন্সিলে ফি ৯৫০০ টাকা থেকে কমিয়ে ৭৫০০ টাকা নির্ধারণ করা হয়।
এদিকে ১ম বর্ষের ভর্তি ফি বৃদ্ধি না করে পূর্বের ফি ঠিক রাখার দাবিতে বুধবার দুপুরে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিগত বছরগুলো বিবেচনা করলে এবং মুদ্রাস্ফীতির কারণে ২৪ শতাংশ ভর্তি ফি বাড়ে কিন্তু আমরা শিক্ষার্থীদের আর্থিক বিষয়টি বিবেচনা করে মিনিমাম একটি পরিমাণ বাড়িয়েছি, যাতে শিক্ষার্থীদের উপর বোঝা না হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status