তথ্য প্রযুক্তি

এবার মোবাইল অ্যাপ দেবে অ্যাম্বুলেন্সের সন্ধান

স্টাফ রিপোর্টার

২৩ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ৭:৪২ পূর্বাহ্ন

মোবাইল ফোনের অ্যাপ ব্যবহার করে মোটর সাইকেল, ব্যক্তিগত গাড়িতে যাত্রীপরিবহন সেবার পর এবার একইভাবে দেশজুড়ে পাওয়া যাবে জরুরি অ্যাম্বুলেন্স সেবা। অ্যাপভিত্তিক জরুরি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে এসেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ইজিয়ার টেকনোলজি লিমিটেড। ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সহযোগিতায় চালু করা এই সেবার উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার বিকালে খামারবাড়ির কেআইবি কমপ্লেক্সের কনভেনশন হলে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সভাপতি আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। এই সেবার উদ্যোক্তা ইজিয়ারের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান বলেন, অ্যাম্বুলেন্স চালকদের রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। এখন থেকে মোবাইলে ‘ইজিয়ার’ অ্যাপের মাধ্যমে ঢাকা শহরসহ সারা দেশে এ সেবা যে কেউ পেতে পারবেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ যে ডিজিটাল হয়েছে তারই প্রমাণ এটি। ইজিয়ারের মাধ্যমে যে সেবা দেওয়া হবে তা সফল হবে বলে আমি আশা করছি।

আপাতত গুগল প্লে স্টোর থেকে ইজিয়ার অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছ।
সূত্র জানায়, সারা দেশে ১০ থেকে ১২ হাজার বেসরকারিভাবে পরিচালিত অ্যাম্বুলেন্স রয়েছে। আর ঢাকায় আছে প্রায় চার হাজার অ্যাম্বুলেন্স।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status