দেশ বিদেশ

শান্ত-মারিয়ামে বার্ষিক পুরস্কার পেলেন ১৭৮ জন

স্টাফ রিপোর্টার

২২ অক্টোবর ২০১৮, সোমবার, ৯:৩১ পূর্বাহ্ন

শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজির শিশু ও কিশোর শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু-কিশোর চিত্র প্রদর্শনী-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাজধানীর উত্তরার বিসিক অডিটোরিয়ামে বিভিন্ন ক্যাটাগরিতে ১৭৮ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কৃতদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সাহারা খাতুন, এমপি। এ ছাড়াও বিশিষ্ট চিত্রশিল্পী অধ্যাপক হাসেম খান ও অধ্যাপক আবদুর শাকুর শাহ, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ ও শিল্পী মেহেরুন আহমেদ উপস্থিত ছিলেন। শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমামুল কবীর শান্ত, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কাজী মো. মফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের উপ-পরিচালক মজিবুর রহমান দিলু। এবার নৃত্যে ৪০ জন, সংগীতে ৪৮, আর্টে ৮০ ও গিটারে ৬ জনকে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে সকাল থেকেই উন্মুক্ত মঞ্চে আবদুর রহমানের বাউল গান ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রদর্শনীসহ বিভিন্ন কালচারাল-পর্ব বিরতিহীনভাবে পরিবেশিত হয়। সর্বশেষ ফাউন্ডেশনের উপ-পরিচালক মজিবুর রহমান দিলুর আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status