খেলা

তাজিকিস্তানে প্রস্তুতি শুরু মৌসুমীদের

স্পোর্টস ডেস্ক

২২ অক্টোবর ২০১৮, সোমবার, ৯:০৮ পূর্বাহ্ন

তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করলো বাংলাদেশের কিশোরীরা। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ সামনে রেখে গতকাল পুরোদমে অনুশীলন করেন মৌসুমী-মারিয়ার দল। আগামী বুধবার (২৪শে অক্টোবর) দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। শুক্রবার (১৯শে অক্টোবর) তাজিকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। লম্বা সফরের পর প্রত্যেক খেলোয়াড় ফিট ও সুস্থ আছেন। গতকাল ১১ জন করে দুই দলে ভাগ হয়ে অনুশীলন ম্যাচ খেলে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। বল পজিশন ও শুটিং প্র্যাকটিসে নিজেদের ঝালিয়ে নেয় তারা। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ চাইনিজ তাইপে ও স্বাগতিক তাজিকিস্তান। ২৬শে অক্টোবর চাইনিজ তাইপে ও ২৮শে অক্টোবর তাজিকিস্তান ম্যাচ। এই গ্রুপের সব ম্যাচই হবে তাজিকিস্তানের রাজধানী দুশানবের পামির স্টেডিয়ামে। প্রতিপক্ষ কঠিন হলেও বাংলাদেশের চোখ পরবর্তী রাউন্ড। ২০১৯ সালে হবে দ্বিতীয় রাউন্ড। বাছাইপর্বে ৬ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্সআপ দল খেলবে দ্বিতীয় রাউন্ডে। দেশ ছাড়ার আগে দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে কোচ ছোটন বলেন, ‘ভুটানে সাফ ফুটবল শেষ করেই প্রস্তুতি শুরু করেছি। ভুটানে আঁখির চোখে ও শিউলি পেশীতে চোট পায়। আল্লাহর রহমতে দলের সবাই এখন সুস্থ। এই টুর্নামেন্টের প্রতিপক্ষ অনেক কঠিন। তবে মৌসুমীরা সেরা পারফরম্যান্স দিতে পারলে অনেক কিছুই সম্ভব। ভুটানে মেয়েরা দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিয়েছে। ওই ম্যাচগুলো মেয়েদের বাড়তি অনুপ্রেরণা যোগাবে। আমার বিশ্বাস, এই আসরেও সেই ধারা অব্যাহত থাকবে।’ গত ৭ই অক্টোবর সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা। ফাইনালে তারা ১-০ গোলে হারায় নেপালকে। সাফের মতোই অনূর্ধ্ব-১৯ বাছাইয়েও অধিনায়কের দায়িত্ব ওঠে মিশরাত জাহান মৌসুমীর কাঁধে। দলের প্রস্তুতি নিয়ে মৌসুমী বলেন, ‘বাছাইপর্বে আমাদের প্রতিপক্ষ তিন দলই কঠিন। আমরা অবশ্যই অনূর্ধ্ব-১৯ বাছাইপর্বে কোয়ালিফাই করার চেষ্টা করবো। ভালো শুরু পেতে কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে খেলবো। সব ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়ার প্রত্যাশা আমাদের।’ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের সহ-অধিনায়ক মারিয়া মান্ডা। তিনি বলেন, ‘অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর একদিন বিশ্রাম নিয়েই আমরা বাছাইপর্বের প্রস্তুতি শুরু করি। কঠিন প্রতিপক্ষ মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছি।’ সাফ অনূর্ধ্ব-১৮ দলের সঙ্গে এই দলটির তেমন পার্থক্য নেই। এসএসসি পরীক্ষার জন্য দলের সঙ্গে থাকতে পারেননি সাজেদা। ইনজুরি থেকে দলে ফেরেন নার্গিস। দুশানবেতে ম্যাচ হবে টার্ফে। আর তাপমাত্রা প্রায় ভুটানের কাছাকাছি। বাংলাদেশের ম্যাচ দিনের আলোতেই হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status